November 29, 2024
জামায়াতে কোনো বিভক্তি নেইঃ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা জামায়াত

জামায়াতে কোনো বিভক্তি নেইঃ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা জামায়াত

জামায়াতে কোনো বিভক্তি নেইঃ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা জামায়াত

জামায়াতে কোনো বিভক্তি নেইঃ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেনা জামায়াত

বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী, পূর্বে জামাত-ই-ইসলামী বাংলাদেশ নামে পরিচিত, বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করাই এই দলের উদ্দেশ্য। দলটি ইকামত দ্বীন (ইসলাম  ধর্ম প্রতিষ্ঠা) এর আদর্শকে ভিত্তি হিসাবে গ্রহণ করে । এবং এটিকে দলীয়-রাজনৈতিকভাবে “রাষ্ট্র ক্ষমতা অর্জনের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা” হিসাবে ব্যাখ্যা করে। এটি পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর একটি শাখা এবং মিশরে মুসলিম ব্রাদারহুডের আদর্শ বহন করে।

ইসলামী আদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিংশ শতাব্দীর ত্রিশের দশকের প্রথম দিক থেকে অবিভক্ত ভারতে ইসলামী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদুদীর (রহ।) নেতৃত্বে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ,১৯৩২ সাল থেকে মাসিক ম্যাগাজিন তরজুমান আল-কুরআনের মাধ্যমে এই উদ্দেশ্যে প্রচারণা শুরু হয়। ১৯৪০ সালের সেপ্টেম্বরে, মাওলানা মওদুদী আলীগড় বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামী সরকার প্রতিষ্ঠার পথ’ শীর্ষক বক্তৃতায় মুসলিম লীগের সাথে তার মতপার্থক্য প্রকাশ করেন। ১৯৪১ সালের ফেব্রুয়ারিতে, একটি নতুন রাজনৈতিক সংগঠন গঠনের জন্য একটি সম্মেলন ঘোষণা করা হয়েছিল। তদনুসারে, সেই বছর ২৫ আগস্ট লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। মাওলানা মওদুদী এই দলের প্রথম আমির বা সভাপতি নির্বাচিত হন।

১ আগস্ট, ২০১৩ তারিখে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সংক্রান্ত এক রায়ে এই সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে।যে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামায়াত ইসলামী আপিল করলে আগের রাইটি পেন্ডিং অবস্থায় থেকে যায়। তাই এখনো জামাতের নির্বাচন এর অধিকার সুনিশ্চিত ভাবে হরণ হয়নি । এছাড়াও রাজনৈতিক দল হিসাবে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম আইনসিদ্ধ ভাবে বৈধ।

বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমীর ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত কোনো নির্বাচনে যাবে না বলেও নিশ্চিত করেন তিনি। জামায়াতে সংস্কারপন্থী বা সংস্কারবিরোধী কোনো বিভাজন নেই বলেও দাবি করেন সাবেক এই সাংসদ। ড. তাহের বলেন, আমরা, এদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটিই আওয়াজ যে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। যেখানে মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের ইচ্ছামত ভোট দিতে পারে, যাকে ইচ্ছা ভোট দিতে পারে। আর সেটা সম্ভব একমাত্র নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে। বিএনপির সঙ্গে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আন্দোলন এবং বিএনপির আন্দোলন একই  জাতীয় চেতনা থেকে উৎসারিত, এই সরকারের পতন, পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এ ব্যাপারে সকল জাতি ঐক্যবদ্ধ। কৌশলগত কারণে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করছি এবং বিএনপিসহ অন্যান্য দলগুলো নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করছে।তবে আমরা ও এবং এই জাতি চাই, সব বিরোধী দল একসঙ্গে দাঁড়িয়ে এই সরকারের পতনের ডাক দেবে।

১০ জুন ঢাকায় সমাবেশের অনুমতি পায় জামায়াত। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। পরে সমাবেশ করতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ড. তাহের বলেন, আসলে বিষয়টি খুবই পরিষ্কার। ১০ বছর ধরে আমরা কোনো সমাবেশ করতে পারিনি। কথা বলার অধিকার, চলাফেরা করার অধিকার এবং রাজনীতি করার অধিকার অন্যায় ও অসাংবিধানিকভাবে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা উদ্যোগ নেওয়ার পর প্রশাসন হয়তো ভেবেছিল যে ১০ বছর পর দলটি সমাবেশ করছে এবং মোটামুটি ছোট কিছু করতে পারবে। অনেকেই বলেছেন জামায়াত নেই। সেক্ষেত্রে রাত ১০টার পর আমাদের অনুমতি দেওয়া হয়। একটি নির্দিষ্ট জায়গায়।

তবে আমরা অনুমতি দিয়ে এটাকে ইতিবাচক হিসেবে নিতে রাজি হয়েছি। আমরা জনসভা শুরু করেছি। আর আমাদের কল্পনার বাইরে লাখ লাখ মানুষ সেখানে এসেছে। যা দেখে প্রশাসন হতবাক ও আতঙ্কিত। আর জামায়াত ব্যাপক জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এটি কিছুটা প্রমাণিত হওয়ার পরে তারা আর অনুমতি দিতে চায় না। জামায়াতের এই নেতা আরও বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ এর সুযোগ নিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। তাই আমরা মনে করি আমাদের রাজনৈতিক অধিকার আছে, আমাদের দলীয় অধিকার আছে এবং পুলিশ আমাদের অনুমতি দেয় বা না দেয়, আমরা মাঠে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

অনেকে বলছেন, আপনি জামায়াতের সংস্কারপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রশ্নের জবাবে সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন, আসলে জামায়াতের মধ্যে সংস্কারপন্থী বা সংস্কারবিরোধী কোনো বিভক্তি নেই। প্রতিটি দল বা প্রতিটি সংস্থা সময়মত আপডেট করা স্বাভাবিক। তাই আমরা জামায়াতে ইসলামীর সকলেই বর্তমান পরিস্থিতি যেখানে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করার এবং কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা একসাথে এটি করার চেষ্টা করছি। এখানে কোনো গ্রুপ নেই ,

আরও জানতে

১০ বছর পর জনসম্মুখে জামায়াতের সভা

ভিন্ন নেতৃত্ব নেই। একই নেতৃত্বে আমরা কাজ করছি। কারাগার থেকে মুহম্মদ কামারুজ্জামানের লেখা বহুল আলোচিত চিঠি সম্পর্কে ড. তাহের বলেন, তার চিঠিতে অনেক বিষয় ছিল যা বাস্তবসম্মত। সব মিলিয়ে এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি। আমরা যেগুলোকে আমাদের জন্য উপযুক্ত মনে করি সেগুলোকে আমরা অনুমোদন করছি। আমরা সেগুলো পুনর্বিবেচনাও করছি।

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকারের অধীনে জামায়াতের নির্বাচনে যাওয়ার কোনোও সম্ভাবনা নেই। আমরা যখন ১০ তারিখে সম্মেলন করি, তখন গুঞ্জন তৈরি হয়। তবে আমরা পরিষ্কার করছি যে, জামায়াত এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X