মায়োর্কাকে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লীগে তিন ম্যাচে জয়খরার পর বড় জয় পেয়েছে বার্সেলোনা। মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখলো কাতালুনিয়ানরা।
মায়োর্কার মাঠে ম্যাচের ১২তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির বাঁশি বাজার দুই মিনিট আগে মাফেয়োর এসিস্টে গোল করে দলকে সমতায় ফেরান ফেরান মুরিকি। ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে পুরোপুরি নতুন রূপে মাঠে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে রাফিনহা দলকে আবারও এগিয়ে দেন। ৭৪তম মিনিটে লামিন ইয়ামালের থেকে বল পেয়ে ম্যাচে দ্বিতীয়বারের মত গোল করেন রাফিনহা। ৭৯তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে আরো এক গোল করেন ডাচ ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। তার পাস থেকেই পাঁচ মিনিট পর দলের শেষ গোলটি জালে জড়ান পাউ ভিক্টর।
এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলো হান্সি ফ্লিক শিষ্যরা। দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। ৩২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
খেলা এর আরো খবর

যে কারণে র্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

এই প্রথম হকি বিশ্বকাপে বাংলাদেশ

কিংস্টন টেস্ট / ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা
