পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো একাদশে সুযোগ, আর নামতেই বাজিমাত করলেন জোয়াও পেদ্রো। দুর্দান্ত দুটি গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চেলসিকে তুলে দিলেন ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। ফ্লুমিনেসিকে ২-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল। ম্যাচের ১৮ মিনিটে দূরপাল্লার বাঁকানো শটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। ছোটবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে গোল করেও উদযাপন করেননি তিনি।
২৬ মিনিটে গোলের সুযোগ পেলেও হারকিউলিসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন মার্ক কুকুরেইয়া। এরপর চেলসির এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির ইঙ্গিত দেন, কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
৫৬ মিনিটে ফের জ্বলে উঠলেন পেদ্রো। এনসো ফের্নান্দেসের থ্রু ধরে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে করেন নিজের দ্বিতীয় গোল। বল ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়।
শেষ দিকে ফ্লুমিনেসি আক্রমণে চেষ্টায় ছিল, কিন্তু চেলসির রক্ষণ ভাঙা সম্ভব হয়নি।
বুধবার জানা যাবে, ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে পিএসজি না রিয়াল মাদ্রিদ।
খেলা এর আরো খবর

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের আরেকটি মাইলফলক / এক টেস্ট-দুই সেঞ্চুরি, ইতিহাস গড়লেন শান্ত

'দাবা' খেলাকে জুয়ার উৎস হিসেবে নিষিদ্ধ করেছে আফগানিস্তান

২৩ বছরের অপেক্ষা ঘুচল কালো ও সাদা জার্সিধারীদের / পেশাদার প্রিমিয়ার যুগে প্রথমবার লিগ শিরোপা জয় মোহামেডানের

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ / ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মৃত্যু
