যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান
হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাইয়ের একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান বলে দাবি করা হয়েছে। আটককৃতদের মধ্যে প্রায় ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।
হোমল্যান্ড সিকিউরিটি জানায়, এটি কোনো আকস্মিক রেইড ছিল না, বরং বহু মাস ধরে তদন্তের পর আদালতের অনুমতিতে অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে বেআইনি কর্মসংস্থান ও অন্যান্য ফেডারেল অপরাধের।
ঘটনাটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। সিউল মার্কিন সরকারকে কোরিয়ান নাগরিকদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। এদিকে ট্রাম্প বলেন, আইসিই কেবল তাদের দায়িত্ব পালন করেছে এবং “অবৈধ অভিবাসীরা” মার্কিন শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করছে।
হুন্দাই দাবি করেছে, আটককৃতরা সরাসরি তাদের নিয়োগ করা কর্মী নন। কারখানার উৎপাদন চালু থাকলেও অংশীদার প্রতিষ্ঠান এলজি এনার্জি সলিউশনস সাময়িকভাবে নির্মাণকাজ স্থগিত করেছে।
এই ঘটনা একদিকে ট্রাম্পের অভিবাসন দমন নীতির প্রতিফলন, অন্যদিকে যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা

অল্পবয়সী শিশুদের বাসায় একা রাখার খেসারত / নর্থ ক্যারোলিনায় আগুনে পুড়ে একসাথে চার বোনের মৃত্যু: বেঁচে গেল দুইজন

একা যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শিশুর অভিভাবকদের নতুন নির্দেশনা: আইসের সাক্ষাৎকার বাধ্যতামূলক
