নিউ জার্সির সাবেক শিক্ষিকার সঙ্গে দুই ছাত্রের অবৈধ সম্পর্ক: আদালতে দোষ স্বীকার
ফক্স নিউজ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়াল টাউনশিপ হাই স্কুলের সাবেক শিক্ষিকা জুলি রিজিতেলো তার দুই শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়। রিজিতেলো আদালতে দোষ স্বীকার করেছেন।
৩৭ বছর বয়সী রিজিতেলো ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেলমার, ব্রিক ও ওয়াল এলাকায় দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এছাড়া মেগানস ল’ অনুযায়ী যৌন অপরাধী হিসেবে নিবন্ধন, আজীবন প্যারোল পর্যবেক্ষণ এবং সরকারি পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মামলার রায় ঘোষণা হবে ২০২৬ সালের ৯ জানুয়ারি।
মনমাউথ কাউন্টি প্রসিকিউটর রেমন্ড এস. সান্তিয়াগো জানিয়েছেন, আদালতে রিজিতেলো আলাদা দুই শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। মনমাউথ কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারপতি জিল জি. ও’ম্যালির সামনে তিনি দ্বিতীয়-ডিগ্রির দুটি যৌন নিপীড়নের অভিযোগে দোষ স্বীকার করেন।
তদন্তে জানা যায়, রিজিতেলো ২০২৪ সালের ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রথম শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। এছাড়া ২০১৭ সালের ২৩ নভেম্বর থেকে ২০১৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় শিক্ষার্থীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পুলিশ তার মোবাইল ফোনে নগ্ন ছবি ও বার্তা উদ্ধার করেছে।
ওয়াল টাউনশিপ পুলিশের প্রধান শন ও’হ্যালোরান বলেন, “সাবেক শিক্ষিকার কর্মকাণ্ড কেবল ভুক্তভোগীদের নয়, পুরো স্কুল সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যারা এগিয়ে এসেছে, তাদের আমরা সম্মান জানাই। তরুণদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
মামলাটি পরিচালনা করছেন মনমাউথ কাউন্টির সহকারী প্রসিকিউটর কেরি-লেই শ্যাফার। আসামির আইনজীবী হিসেবে আছেন মিচ আনসেল।
আন্তর্জাতিক এর আরো খবর

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা

অল্পবয়সী শিশুদের বাসায় একা রাখার খেসারত / নর্থ ক্যারোলিনায় আগুনে পুড়ে একসাথে চার বোনের মৃত্যু: বেঁচে গেল দুইজন
