October 31, 2024
ইন্ডিয়ানায় শয়নকক্ষে বাংলাদেশী তরুণীর রহস্যজনক মৃত্যু- পরিবারের দাবী হত্যা- ৮ দিন ধরে ফিউনারেলে পড়ে আছে মরদেহ

ইন্ডিয়ানায় শয়নকক্ষে বাংলাদেশী তরুণীর রহস্যজনক মৃত্যু- পরিবারের দাবী হত্যা- ৮ দিন ধরে ফিউনারেলে পড়ে আছে মরদেহ

ইন্ডিয়ানায় শয়নকক্ষে বাংলাদেশী তরুণীর রহস্যজনক মৃত্যু- পরিবারের দাবী হত্যা- ৮দিন ধরে ফিউনারেলে পড়ে আছে মরদেহ

ইন্ডিয়ানায় শয়নকক্ষে বাংলাদেশী তরুণীর রহস্যজনক মৃত্যু- পরিবারের দাবী হত্যা- ৮ দিন ধরে ফিউনারেলে পড়ে আছে মরদেহ

যুক্তরাষ্ট্রে পড়তে আসা এক বাংলাদেশী তরুণী নিজ শয়নকক্ষে নির্মমভাবে খুন হয়েছেন। ইন্ডিয়ানা স্টেট এর সাউথব্যান্ড সিটিতে গত ২রা সেপ্টেম্বর ঘটেছে এই ঘটনা। ৮ দিন ধরে ফিউনারেলে পড়ে আছে এই তরুণীর মরদেহ। নিহত এগনেজ মন্ডলের দেশের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ থানার কোটালিপাড়ায়। তার পিতা পেট্রিক মন্ডল ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বর্তমানে পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন। পরিবারের সদস্যরা জানান, ১৩ বছর আগে যুক্তরাষ্ট্রে পড়তে আসেন এগনেজ মন্ডল। কয়েকবছর আগে বিশ্ববিদ্যালয়ে তার এক আমেরিকান সহপাঠির সঙ্গে বন্ধত্বের পর বিয়ে করেন তিনি। কিন্তু গত ৮মাস ধরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে একা থাকতেন এগনেজ। ২রা সেপ্টেম্বর কেউ একজন ৯১১ নম্বরে ফোন করে পুলিশশকে তার মৃত্যুর খবর জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়ণকক্ষে মাথায় গুলিবিদ্ধ এগনেজের মরদেহ উদ্ধার করে। নিহত এগনেজ মন্ডলের পরিবারের অভিযোগ তাকে কেউ খুন করে থাকতে পারে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ঘটনার বিচার দাবী করেন তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে নিহতের প্রাক্তন স্বামী এবং ঘটনার পরপরই ৯১১ নম্বরে কল দেয়া ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।

দর্শক কিছুক্ষণ আগে টাইম টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন নিহত এগনেজের পিতা পেট্রিক মন্ডল, মা তারামনি মন্ডল এবং ভাই লেনি মন্ডল। তাদের ধারণকৃত বক্তব্যটি আমরা এখন প্রচার করছি।

Leave a Reply

Your email address will not be published.

X