জাবিতে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতারঃ ছাত্রদের হালকা উত্তম মাধ্যম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন মোড়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করেছে শিক্ষার্থীরা।
রোববার (১১ জুন) দুপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা একজনকে আটক করতে পারলেও তাদের সঙ্গে থাকা অন্য একজন পালিয়ে যায়। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মেহমুদ হারুন। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এসএএফ-এর কনস্টেবল পদে কর্মরত আছেন। তার বাড়ি সাভারের রাজাশান।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ও মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে বহিরাগত দুই ব্যক্তি ওই ছাত্রীকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করে। পরে ছাত্রীটি বিষয়টি মীর মোশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের জানালে তারা একজনকে আটক করে।
পরে আটক বহিরাগতকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়।
অভিযুক্ত মাহমুদ হারুন বলেন, ‘আমি একা ছিলাম না। আমার সাথে যে ছোট ভাই ছিল সেও জড়িত। তার নাম বিদ্যুৎ চৌধুরী। সে পালিয়ে গেছে।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, শিক্ষার্থীরা তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার কাছ থেকে অবৈধ হাতকড়া ও ওয়াকি-টকি উদ্ধার করেছি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করব।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, অভিযুক্ত মেহমুদ হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমদ বলেন, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।
1 Comment