ভালোবাসা, হাসি আর একটু বিশৃঙ্খলার গল্প ‘নেক্সট ডোর নেইবার’
স্টাফ রিপোর্টার

গল্পটা ভালোবাসা, হাসি আর কিছুটা বিশৃঙ্খলারও। আদনান এলোমেলো আর কিছুটা দায়িত্বহীন ব্যাচেলর। প্রতিবেশী বিপাশার সঙ্গে ধীরে ধীরে হয় বন্ধুত্ব। আদনান প্রেমে পড়ে যায় বিপাশার। সদ্য বিচ্ছেদ হওয়া বিপাশা তার মা–বাবার সামনে আদনানকে স্বামী হিসেবে অভিনয় করতে বলে। আদনান-বিপাশা তাদের অনুভূতি ও সম্পর্কের জটিলতা নিয়ে ভুগতে থাকে। শেষে কি তারা কোনো সমাধানে পৌঁছাতে পারে?
এই ভালোবাসা দিবসে এমন গল্প ‘নেক্সট ডোর নেইবার’ মুক্তি পাচ্ছে ‘বঙ্গ’-তে। মাহমুদা সুলতানা রীমা পরিচালিত এই ভ্যালেন্টাইন ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আইশা খান ও পার্থ শেখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পার্থ ও আইশা জুটি হিসেবে বেশ কিছু কাজ করলেও এই সিঙ্গেল ড্রামায় অভিনয়ের অভিজ্ঞতা একদম ভিন্ন ছিল বলেন জানান তাঁরা। দুজনই বেশ রোমাঞ্চিত কাজটা নিয়ে।
পার্থ শেখের ভাষ্যে, ‘নেক্সট ডোর নেইবার’-এর কথা বলতে গেলে প্রথমেই রীমার আপু আর রাবি ভাইয়ের কথা বলতে হয়। তাঁরা খুবই দুর্দান্ত স্ক্রিপ্ট লিখেছেন। আর কনটেন্টটার স্ক্রিপ্ট সেশন থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো টিম অনেক ডেডিকেটেড ছিল। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে।’
কাজের অভিজ্ঞতা কেমন ছিল, এমন প্রশ্নের উত্তরে আইশা খান বলেন, ‘গল্পটা প্রথম শোনার পর থেকেই মনে হয়েছিল আমি কাজটা করতে চাই। আর শুটের সময় আরও মনে হয়েছে বছরের শুরুটা করলাম ভালো একটা কনটেন্ট আর জোস একটা টিমের সঙ্গে।’
‘নেক্সট ডোর নেইবার’-এর দৈর্ঘ্য ৪৫ মিনিট। কাহিনি লিখেছেন তানভীর গাজী। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই এবং সঙ্গে ছিলেন রাবি আহমেদ।
বিনোদন এর আরো খবর

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজের নামে নতুন সুগন্ধি পণ্য উন্মোচন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বিমানে সাপ: কি ঘটলো তখন

আমেরিকান শতবর্ষী রমণীর মনে জগত বিখ্যাত খেলেওয়ার / মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী হাস্যজ্জল এক নারী

৬ বছরের সংসার ভাঙল সংগীতশিল্পী কনার
