যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর একসঙ্গে থাকা নিয়ে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। যদিও উভয় সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে, মাঝে মাঝে আবারো তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন সময়ে।
সাম্প্রতিক সময়ে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার সঙ্গে রয়েছেন বুবলী। দুজনের একসঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ঘিরে আলোচনার ঝড় ওঠে।
এ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চান শাকিবের সাবেক স্ত্রী ও নায়িকা অপু বিশ্বাসের কাছে। ৩ আগস্ট সন্ধ্যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের বই ‘অগ্নিকন্যা’ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন অপু। সেখানে ব্যক্তিগত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“মানুষ মানুষকে না-ও চিনতে পারে—এটা অস্বাভাবিক নয়। কেউ একজন কাউকে ভালোবাসতে পারে, আবার আরেকজনকে নাও ভালোবাসতে পারে। এটাই বাস্তবতা।”
শাকিব প্রসঙ্গে অপু আরও বলেন, “আমি ১৫ জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যিনি সেই পোস্টটি পড়েছেন, তিনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন।”
তিনি এও জানান, ব্যক্তিগত সম্পর্কের বাইরে সকলেই পেশাদার শিল্পী। “আমি সকল সহশিল্পীর প্রতি শ্রদ্ধাশীল,” বলেন অপু।
নিজের ছেলে আব্রাম খান জয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “মা হিসেবে আমার সফলতা সেদিনই আসবে, যেদিন জয়কে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। দর্শক-ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় আমার জন্য দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখেন।”
বিনোদন এর আরো খবর

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজের নামে নতুন সুগন্ধি পণ্য উন্মোচন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বিমানে সাপ: কি ঘটলো তখন

আমেরিকান শতবর্ষী রমণীর মনে জগত বিখ্যাত খেলেওয়ার / মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী হাস্যজ্জল এক নারী

৬ বছরের সংসার ভাঙল সংগীতশিল্পী কনার
