নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক

একজন বন্দুকধারীর গুলিতে নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা আদিদ ফায়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ব্রুকলিনের ব্রুকডেল হাসপাতালে তিনি মারা যান। সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন।
এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্রান্ডি জোনস (৩৮) কে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পূর্ব নিউইয়র্কের লিন্ডেন বুলেভার্ডের কাছে রুবি স্ট্রিটে গুলি চালানো হয়। নিহত পুলিশ কর্মকর্তা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। তিনি বিবাহিত এবং দুই সন্তান আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত পুলিশ অফিসার আদিদ ফায়াজ (২৬) পুলিশ অফিসার ফায়াজ ফেসবুক মার্কেটপ্লেসে গাড়ি কিনতে পূর্ব নিউইয়র্কের লিন্ডেন বুলেভার্ডে গিয়েছিলেন। কিন্তু বিক্রেতা একটি বন্দুক বের করে তার কাছ থেকে অর্থ ডাকাতির চেষ্টা করেন। পরে তাকে গুলি করা হয়।
নিউ ইয়র্ক এর আরো খবর

গাড়ি ছিনতাই অভিযানে সহকর্মীর গুলিতে আহত এনওয়াইপিডি গোয়েন্দা কর্মকর্তা

নিউইয়র্কে আব্বাসী পরিবারের সন্তান চিকিৎসক আরমান সোবহানের অকালমৃত্যু
ব্রুকলিনে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৩, আহত অন্তত ৯
চায়না টাউনে গাড়িচাপায় নারীসহ প্রাণ গেলো ২ জনের

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ জনপ্রিয় মুসলিম নেতা / এই বিজয়, বাংলাদেশি আন্টিদের বিজয়: নিউইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি
