ব্রুকলিনে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৩, আহত অন্তত ৯
অনলাইন ডেস্ক
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক হুক্কা লাউঞ্জে ভয়াবহ গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে ক্লাবটি বন্ধ হওয়ার সময় অন্তত চারজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এটি গ্যাং-সংক্রান্ত হামলা হতে পারে।
ঘটনাটি ঘটে ক্রাউন হাইটসের ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে ভোর ৩টার কিছু আগে। ঘটনাস্থলটি ঐতিহাসিক ব্রুকলিন মিউজিয়াম থেকে অর্ধ মাইল দূরে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ক্লাবটিতে তখন প্রচুর ভিড় ছিল। তদন্তে পরে বিভিন্ন ক্যালিবারের অস্ত্র থেকে ছোড়া অন্তত ৪২টি খোসা উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন ১৯, ২৭ ও ৩৫ বছর বয়সী তিনজন পুরুষ। ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়, অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ নিরীহ ভুক্তভোগী বলে নিশ্চিত করেছে।
কমিশনার টিশ বলেন, “একটি ভিড়াক্রান্ত ক্লাবের ভেতরে কোনো বিরোধ থেকে এ গুলিবর্ষণের সূত্রপাত হয়। আমরা মনে করছি অন্তত চারজন শ্যুটার এতে জড়িত ছিল।” তবে এখনো কাউকে আটক করা যায়নি।
পুলিশ কাছাকাছি বেডফোর্ড অ্যাভিনিউ ও ইস্টার্ন পার্কওয়ে থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যা এ হামলার সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত চলছে।
এটি কয়েক সপ্তাহের মধ্যে শহরে সংঘটিত দ্বিতীয় গণ-গুলিবর্ষণের ঘটনা। গত মাসের শেষ দিকে ম্যানহাটনের একটি বহুতল ভবনে এক বন্দুকধারী চারজনকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছিলেন।
নিউ ইয়র্ক এর আরো খবর

নিউইয়র্কে আব্বাসী পরিবারের সন্তান চিকিৎসক আরমান সোবহানের অকালমৃত্যু
চায়না টাউনে গাড়িচাপায় নারীসহ প্রাণ গেলো ২ জনের

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ জনপ্রিয় মুসলিম নেতা / এই বিজয়, বাংলাদেশি আন্টিদের বিজয়: নিউইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি

উগান্ডীয়-আমেরিকান মুসলিম যুবকের নিউইয়র্ক জয় / নিউইয়র্ক সিটির ৪’ শ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হচ্ছেন জোহরান মামদানি

অস্কার-২০২৫ / অবশেষে ৩৫ বছর পর অস্কার পাচ্ছেন দুনিয়া বিখ্যাত অভিনেতা ‘টম ক্রুজ ’
