চায়না টাউনে গাড়িচাপায় নারীসহ প্রাণ গেলো ২ জনের
বাংলা পত্রিকা
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ম্যানহাটনের চায়নাটাউনে বেপরোয়া গাড়িচাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুইজন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ক্যানাল স্ট্রিট ও ব্রডওয়ের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি নীল রঙের শেভ্রোলেট ম্যালিবু গাড়ি ম্যানহাটন ব্রিজ দিয়ে দ্রুতগতিতে প্রবেশ করে। এরপর সেটি প্রথমে এক সাইকেল আরোহীকে এবং পরে ফুটপাথে দাড়িয়ে থাকা এক নারী পথচারীকে ধাক্কা দেয়। এসময় এর গাড়িটি এনওয়াপিডির একটি ভ্যানেও আঘাত হানে।
ঘটনাস্থলে পৌঁছে ইমার্জেন্সী মেডিকেল টিম দু’জনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নাম প্রকাশ করা হয়নি, তবে পুলিশ বলছে, সাইকেল আরোহী ছিলেন ৩০ বছর বয়সী একজন পুরুষ এবং নারী পথচারীর বয়স আনুমানিক ৬০ এর কাছাকাছি।
প্রত্যক্ষদর্শী স্যাম কোয়াং বলেন, "আমি শুধু একটি প্রচণ্ড শব্দ শুনলাম, তারপর দেখি পুলিশ ভ্যানটি উড়তে উড়তে গিয়ে—এ ধাক্কা খাচ্ছে।" ভ্যানটি ‘নিউ ইয়র্ক জুয়েলার্স এক্সচেঞ্জ’—এর সামনের কাঁচ ভেঙে দেয়, তবে দোকানটি সে সময় ফাঁকা ছিল বলে জানিয়েছেন এক কর্মচারী।
দুর্ঘটনার পর গাড়িটির চালক ও যাত্রী দুজনেই ছিলেন কিশোরী বয়সী। ঘটনার পর কৌশলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা পুলিশকে দেখিয়ে দিলে, পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, আটক দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে তদন্তে উঠে এসেছে, গাড়ির চালকের বৈধভাবে গাড়ি চালানোর অনুমতি ছিল না। গাড়িটির প্লেট ছিল উইসকনসিনের এবং এটি স্টেটেন আইল্যান্ডের একটি রেন্টাল কোম্পানি থেকে সময়োত্তীর্ণভাবে ভাড়া নেওয়া হয়েছিল।
নিউ ইয়র্ক এর আরো খবর

ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে 'হিট অ্যান্ড রান': এনওয়াইপিডি কর্মকর্তা নিহত

গাড়ি ছিনতাই অভিযানে সহকর্মীর গুলিতে আহত এনওয়াইপিডি গোয়েন্দা কর্মকর্তা

নিউইয়র্কে আব্বাসী পরিবারের সন্তান চিকিৎসক আরমান সোবহানের অকালমৃত্যু
ব্রুকলিনে ভয়াবহ গুলিবর্ষণ: নিহত ৩, আহত অন্তত ৯

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ জনপ্রিয় মুসলিম নেতা / এই বিজয়, বাংলাদেশি আন্টিদের বিজয়: নিউইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি
