চার নারী জিম্মি ফিরলেন ইসরাইলে
অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে আরও চারজনকে মুক্তি দিয়েছে শনিবার। মুক্তি পেয়ে তারা ইসরাইলে পৌঁছেছেন। তারা হলেন কারিনা আরিয়েভ, ডানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। মুক্তির সময় তাদেরকে বেশ সুস্থ, হাস্যোজ্জ্বল দেখা গেছে। ২০২৩ সালে ৭ই অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর সময় ইসরাইল ডিফেন্স ফোর্সেসের এই চার নারী সেনা একটি পর্যবেক্ষণ চৌকিতে কাজ করছিলেন। পরিবারের কাছে ফেরত যাওয়ার পর তাদেরকে মেডিকেল চেকআপ করানোর কথা। এর আগে প্রথম দফায় তিনজন জিম্মিকে মুক্তি দেয় হামাস। শনিবার চার নারী জিম্মির মুক্তি উপলক্ষে ইসরাইলের ক্রসিং পয়েন্টে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটে।
প্রথমে ওই চার নারীকে প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে নেয়া হয়। সেখান থেকে বেসামরিক লোকজন এবং হামাসের সশস্ত্র যোদ্ধাদের উদ্দেশে তারা হাত নেড়ে অভিবাদন জানান। তারপর তাদেরকে রেডক্রস হস্তান্তর করে আইডিএফের কাছে। বন্দিবিনিময় সরাসরি টেলিভিশনে দেখে ইসরাইলের রাজধানী তেল আবিবে উল্লাস করতে থাকে জনতা। কেউ কেউ কেঁদেও ফেলেন। বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এদিন ইসরাইল পরিচালিত জেলখানা থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়। এ ছাড়া অনেক ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে তাদের বাড়িঘরে ফেরার আশা করছেন। কিন্তু বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেয়া পর্যন্ত ওই এলাকায় তাদের ফিরতে দেবে না ইসরাইল। আরবেল ইয়েহুদকে শনিবার মুক্তি দেয়ার কথা। কিন্তু এদিন যে জিম্মিদের মুক্তি দেয়া হয়েছে তার মধ্যে অজ্ঞাত কারণে তার নাম নেই।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
