পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা
টাইম টিভি ডেস্ক

প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনে বড় জটিলতা দূর হলো। এখন থেকে আর পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) গত ২০শে আগস্ট বুধবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করে এ সুযোগ সৃষ্টি করেছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের সই করা এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলেও সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণসহ কিছু নিয়মকানুনও নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। প্রবাসীদের পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্তকারী কর্মকর্তা বা রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়ার সুযোগও থাকছে।
বর্তমানে ইসি বিশ্বের ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশি বংশোদ্ভূত শিশু কাইরান কাজী মাস্কের স্পেসএক্স ছেড়ে নিতে যাচ্ছে নতুন চ্যালেঞ্জ
