স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি
কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি ফিউনারেল হোমের গোপন কক্ষ থেকে দুই ডজনের বেশি পচনশীল মরদেহ, হাড় ও মানবদেহের টিস্যু উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পুয়েবলো শহরে, যা ডেনভার থেকে প্রায় ১১০ মাইল দূরে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
অভিযুক্ত ফিউনারেল হোমটির মালিক স্থানীয় কাউন্টি করোনার ব্রায়ান কটার এবং তার ভাই ক্রিস কটার। এ ঘটনায় তাদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে কলোরাডো ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার বা অভিযুক্ত করা হয়নি। আইনজীবী নিয়োগ দেওয়ায় কটার ভাইদের জিজ্ঞাসাবাদও করতে পারেনি তদন্তকারীরা।
তদন্তে জানা গেছে, অন্তত ২০টি মরদেহ ১৫ বছর ধরে দাহ না করে ফিউনারেল হোমে ফেলে রাখা হয়েছিল। এমনকি কিছু পরিবারের কাছে নকল ছাই হস্তান্তরের কথাও স্বীকার করেছেন ব্রায়ান কটার। এ ঘটনায় প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
স্থানীয় কাউন্টি কমিশনার এবং কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস ব্রায়ান কটারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তিনি এখনো করোনারের দায়িত্বে বহাল আছেন। আপাতত নিকটবর্তী দুই কাউন্টির করোনাররা তার দপ্তরের কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য, কলোরাডোতে বহুদিন ধরে ফিউনারেল হোমগুলোর ওপর পর্যাপ্ত নজরদারি না থাকায় একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। গত বছরই পেনরোজ শহরের একটি ভবন থেকে প্রায় ২০০ পচনশীল মরদেহ উদ্ধার করা হয়েছিল।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশি বংশোদ্ভূত শিশু কাইরান কাজী মাস্কের স্পেসএক্স ছেড়ে নিতে যাচ্ছে নতুন চ্যালেঞ্জ
