জ্বালানি সংকটে দেশে ৫৮ টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে
জ্বালানি সংকটের কারণে দেশে বর্তমানে ৫৮টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এছাড়া কারিগরি সমস্যার কারণে ৩১টি এবং রক্ষণাবেক্ষণের কারণে ১৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।
ফলে লোডশেডিং আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ৯/১০ হাজার মেগাওয়াটে নেমে এসেছে। এদিকে কয়লা সংকটের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পায়রার একটি ইউনিট ৩ দিন বন্ধ। ৩ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে প্রায় ১২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। লোডশেডিং আরও বাড়বে এমন আশঙ্কায় বিশেষজ্ঞরা বলছেন, মূলত ডলার সংকটের কারণে কয়লাসহ অন্যান্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি করা যাচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিগত কয়েক বছর যাবৎ জ্বালানি সংকট তীব্র হয় বাংলাদেশের বিভিন্ন উৎপাদনশীল বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। একের পর এক বন্ধ হয়ে এখন এই শিল্প প্রায় অচল এর পথে। এর মূলে রয়েছে ডলার সংকট । ডলার এবং রিজার্ভের অপ্রতুল জ্ঞান এবং অসাধুতার অর্থনৈতিক মোর্চা আর না বুঝে রিজাভ থেকে ঋণ দেওয়া এবং সেই ঋণ খেলাপি হয়ে যাওয়া ।