এই প্রথম হকি বিশ্বকাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার ওমানে চলমান যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এতেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। জাতীয় দল যা কখনোই করতে পারেনি সেটাই এবার করে দেখালো যুবা টাইগাররা।
দেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করেন মোহাম্মদ রকিবুল হাসান, মোহাম্মদ খান ও আমিরুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন আমিরুল। টাইগারদের হয়ে গোলের শুরু হয় ম্যাচের তৃতীয় মিনিটেই। তার তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। আবদুল্লাহ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে করেন এক গোল। এই কোয়ার্টারের শেষের দিকে এক গোল শোধ করে থাইল্যান্ড। পরের কোয়ার্টারে মোহাম্মদ হাসানের আরো এক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে আরও দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আরও এক গোলের পর থাইল্যান্ড একটি গোল শোধ করে। ম্যাচ শেষের বাঁশি বাজে ৭-২ স্কোরলাইন দিয়ে।

হকিতে কোনও পর্যায়েই বিশ্বকাপ খেলার ইতিহাস নেই বাংলাদেশের। এবার যুবাদের হাত ধরেই সে স্বপ্ন পূরণ হলো। আয়োজক হিসেবে ভারত নিজেদের জায়গা করে নিয়েছিল আগেই। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা ছয় দল যাবে বিশ্বকাপে। বি গ্রুপের এই পঞ্চম থেকে সপ্তম নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে কোনও সুযোগ না দিয়েই ম্যাচ জিতে নেয় টাইগাররা। এর ফলেই এশিয়া থেকে সুযোগ পেতে যাওয়া ছয় দলের মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ।
খেলা এর আরো খবর

যে কারণে র্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

কিংস্টন টেস্ট / ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা

বায়ার্নের বিদায়ের দিনে জীবনের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার
