November 28, 2024
কিশোর ডিলন রিভসের উপস্থিত বুদ্ধিমত্তায় প্রাণ রক্ষা পেয়েছে ৬৬ শিক্ষার্থীর

কিশোর ডিলন রিভসের উপস্থিত বুদ্ধিমত্তায় প্রাণ রক্ষা পেয়েছে ৬৬ শিক্ষার্থীর

কিশোর ডিলন রিভসের উপস্থিত বুদ্ধিমত্তায় প্রাণ রক্ষা পেয়েছে ৬৬ শিক্ষার্থীর

কিশোর ডিলন রিভসের উপস্থিত বুদ্ধিমত্তায় প্রাণ রক্ষা পেয়েছে ৬৬ শিক্ষার্থীর

ডিলন রিভস নামে এক কিশোরের সাহায্যে একটি স্কুলের ৬৬ জন ছাত্র অল্পের জন্য বেচে যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগান স্কুলের ছাত্র ভর্তি বাসের চালক অসুস্থ হয়ে পড়লে ডিলন রিভস ছুটে যায় চালকের আসনে। স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেয়। বাস ব্রেক চাপল। গতি কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। পুরো ঘটনাটি বাসের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

বাসের ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বাসটি চলন্ত অবস্থায় এক পর্যায়ে চালক গুরুতর অসুস্থ হয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসে থাকা শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে। এরপর ডিলন রিভস চালকের আসনে ঝাঁপ দেন। স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেয়। বাস ব্রেক চাপলে গতি কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণে আসে। ডিলন কাউকে ৯১১ কল করার জন্য চিৎকার করেছিল।

এই ঘটনায় স্কুলছাত্র ডিলন রিভসকে অনেকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট লিভারনয়েস বলেন, শিক্ষার্থীরা কার্টার মিডল স্কুল থেকে বাড়ি ফিরছিল, যখন ডিলন রিভস গাড়ির নিয়ন্ত্রণ নেন তখন বাসচালক অসুস্থ হয়ে পড়েন এবং চলে যান। এটি ৯৯ জন শিক্ষার্থীর জীবন রক্ষা করেছে । তার বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে আমরা গর্বিত। তবে বাসের চালক অসুস্থ আছেন। বাস চালকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ডিলনের বাবা-মাকে ডেকে আনলে, ডিলনের বাবা পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার ছেলে কী করেছে? পুলিশ কর্মকর্তারা বলেন, আপনার ছেলে হিরো। পরবর্তীতে এই ঘটনার জন্য তাদের অভিভাবকরা তাকে নিয়ে গর্ববোধ করেন।

Leave a Reply

Your email address will not be published.

X