November 26, 2024
নিকি হ্যালিঃ ভোটে চ্যালেঞ্জ করলেন ট্রাম্পকে

নিকি হ্যালিঃ ভোটে চ্যালেঞ্জ করলেন ট্রাম্পকে

নিকি হ্যালিঃ ভোটে চ্যালেঞ্জ করলেন ট্রাম্পকে

নিকি হ্যালিঃ ভোটে চ্যালেঞ্জ করলেন ট্রাম্পকে

২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয়-মার্কিনি রিপাবলিকান নেত্রী ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি।

১৪ ফেব্রুয়ারি’২৩, প্রকাশ করা এক ভিডিওতে হ্যালি এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, আমি নিকি হ্যালি, প্রেসিডেন্ট পদের জন্য আমি লড়ছি।

একজন ভারতীয় অভিবাসী হওয়ার জন্য নিকি গর্বও করেছেন এক টুইটে। তিনি লেখেন, না সাদা, না কালো, আমি ভিন্ন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিকি হ্যালি তার সাবেক উস্তাদ ডোনাল্ড ট্রাম্পকে এ প্রথম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ট্রাম্পের প্রেসিডেন্সির আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও ছিলেন নিকি।

দক্ষিণ ক্যারোলাইনার এক পাঞ্জাবি শিখ পরিবারে ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী নিকি হ্যালির জন্ম । ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেসেন্টেটিভস-এর সদস্য নির্বাচিত হন তিনি। ২০১০ সালে হয়েছিলেন দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাকলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলার সময় তিনি ট্রাম্পবিরোধী শিবিরে ছিলেন। পরে তিনি দল বদলান।

মার্কিন প্রেসিডেন্ট পদে তার প্রার্থীতা ঘোষণা করার পর ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি বক্তৃতায় তিনি তার প্রচারণার পরিকল্পনা ঘোষণা করবেন। নির্বাচিত হলে, নিকি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট।

 

Leave a Reply

Your email address will not be published.

X