November 24, 2024
সমগ্র আমেরিকাতে চটজলদি নামিয়ে ফেলা হলো সব বিমান

সমগ্র আমেরিকাতে চটজলদি নামিয়ে ফেলা হলো সব বিমান

সমগ্র আমেরিকাতে চটজলদি নামিয়ে ফেলা হলো সব বিমান

সমগ্র আমেরিকাতে চটজলদি নামিয়ে ফেলা হলো সব বিমান

পুরো যুক্তরাষ্ট্রে গতকাল সকালে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৬০টি বিমান সকাল থেকেই  দেরিতে চলছিল। বিভিন্ন প্রান্ত থেকে বিমান দেরিতে ওঠানামার খবর আসছিল। যাত্রীরাও এ বিষয়ে অভিযোগ জানাচ্ছিলেন। তার পরই দেশজুড়ে বিমানবন্দরগুলোতে ঘোষণা করা হয় যে,  বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় ত্রুটি ধরা পড়েছে।

সব বিমানকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। কয়েক ঘণ্টার জন্য এসব বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে বলা হয়, ‘সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দেয় যেটি পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছে।’

যদিও পরে ত্রুটি সারিয়ে ফ্লাইট পরিচালনা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করা হয়।

এফএএ থেকে সব বিমানের পাইলট এবং বিমানকর্মীদের এ ত্রুটি সম্পর্কে জরুরি বার্তা দেওয়া হয়। এক টুইট করে এফএএ বলেছে, ‘বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এফএএ। প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে বিমান পরিষেবা বাধাগ্রস্থ হয়েছে। কাজের অগ্রগতি সম্পর্কে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর জানানো হবে ‘।

Leave a Reply

Your email address will not be published.

X