রাজবাড়ীতে গ্রেপ্তার এক ভুয়া এসআই
রাজবাড়ী থেকে ভুয়া এসআই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকার সাবেক মেয়র মহম্মদ আলীর ভাড়া দেয়া বাড়ি থেকে ফারহান মন্ডল নামে এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ফারহান মন্ডল রংপুর পিরগাছা থানার অন্নদান নগরের কাশেম মন্ডলের ছেলে।
ফারহান রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে বিয়ে করে স্ত্রীর কাছ থেকে তার শ্যালককে চাকরি দেয়ার প্রলোভোন দেখিয়ে টাকা হাতিয়ে নেন। বিয়ের কয়েক মাস পর তার ছেলে সৈয়দ অমিত হাসানকে বিআরটিএ’র অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে নগদ ৭ লাখ টাকা এবং তার মেয়ের সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে শ্যালককে ভুয়া নিয়োগপত্র দেন তিনি। সেটা নিয়ে ওই যুবক খুলনা বিআরটিএতে চাকরিতে যোগদান করতে গিয়ে জানতে পারেন সেটা ভুয়া।
জাফর মিয়ার অভিযোগ, প্রতিটি ক্ষেত্রেই সে প্রতারণা করেছে ফারহান। বিয়ের পর স্ত্রীর ভরণপোষণও করেননি তিনি। টাকা ও স্বর্ণ নেওয়ার পর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে ফারহান। পরে অনেক কষ্টে নানা প্রলোভোন দেখিয়ে তাকে বাড়িতে এনে পুলিশে খবর দেয়া হয়।
বার বার সময় নিয়ে শেষ পর্যন্ত চাকরি না দিতে পারায় যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরে তার স্ত্রী তাকে সমাধানের কথা বলে রাজবাড়ীতে ডেকে আনে। পরে পুলিশে খবর দিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেয়া ফারহানকে পুলিশের হাতে দেয়।
সদর থানার এসআই মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।