বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মৃত্যু হল এক কিশোর সমর্থকেরঃ বড়ই মর্মান্তিক
প্রতিটি মৃত্যুই দুঃখজনক আর সেটা যদি অতিরিক্ত ভালোবাসায় অসতর্ক হয়ে কারো জীবনে চলে আসে, তাহলে সেটা আরো বেশী কষ্টকর হয়ে যায় । তাই ভালোবাসা থাকবে, তবে সেটা কক্ষনোই সতর্কতার বাইরে নয়। আপনি যাকে ইচ্ছা সদ্ভাবে ভালোবাসেন তবে আল্লাহর উপর ভরসা করে সদা সতর্ক থাকুন।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজ বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে মোহাম্মদ মুসা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের তারাবনিয়ারছড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
নিহত মোহাম্মদ মুসা কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।
৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার বলেন, মুসা ব্রাজিলের সমর্থক। ফুটবল বিশ্বকাপের জন্য একটি নতুন নির্মাণের ৬ষ্ঠ তলার ছাদে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় তিনি পিছলে ৬ তলা থেকে ৩য় তলায় পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।