July 27, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
কানাডায় দাবানল; পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

কানাডায় দাবানল; পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

কানাডায় দাবানল; পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

কানাডায় দাবানল; পুড়ে গেছে ৩৮ লাখ হেক্টর জমি

কানাডার পূর্ব ও পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

কানাডার জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, প্রায় ৩.৮ মিলিয়ন হেক্টর জমি ইতিমধ্যেই পুড়ে গেছে। দাবানলে পুড়ে যাওয়া জমির এই হার গত ১০ বছরের গড় থেকে প্রায় ১৫ গুণ বেশি।প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আগুনের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

 

পূর্বাঞ্চলীয় কুইবেক প্রদেশে দাবানল সবচেয়ে ভয়াবহ। কুইবেক থেকে ১১০০০ এরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দ্বিতীয় বৃহত্তম দাবানলের মুখোমুখি ব্রিটিশ কলম্বিয়া। বৃহস্পতিবার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। কানাডার তেল ও গ্যাস শিল্পের কেন্দ্র আলবার্টায় দাবানল কিছুটা কম ছড়িয়েছে। তবে প্রদেশের দক্ষিণে তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X