ফোর্থ জুলাইয়ে ‘পার্টি আয়োজনেই সীমাবদ্ধ’ বাংলাদেশী—আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন নিয়ে কমিউনিটিতে নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অনেকেই এখন বাংলাদেশী—আমেরিকান অর্থাৎ আমেরিকান নাগরিক। তবে প্রকৃত এই সংখ্যা কত তার হিসেব নেই। একদিকে বাংলাদেশীরা জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, অপরদিকে ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রেরও নাগরিক। আবার তাদের কেউ কেউ দ্বৈত নাগরিক, অর্থাৎ দু’দেশর—ই নাগরিক। একটি দেশের নাগরিক হিসেবে যেমন সেদেশের স্বাধীনতা দিবস পালন যেমন নাগরিক দায়িত্ব, তেমনী উৎসবেরও বিষয়। কিন্তু বাংলাদেশী—আমেরিকানরা প্রবাসে যেভাবে দেশের স্বাধীনতা/বিজয় দিবস পালন করেন, তেমনীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করেন না, কিন্তু কেন? এনিয়ে কমিউনিটির সচেতন মহলে না প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশী কমিউনিটিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন শুধু ‘বার্বিকিউ পার্টি’ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। পাশাপাশি বাসা—বাড়ীর আঙ্গীনায় বা পার্কে ‘বার্বিকিউ পার্টি’ আয়োজন, বীচ বা সুমুদ্র সৈকতে বেড়ানো, বিশেষ কোন পার্টিতে যোগদানের মধ্যদিয়ে বাংলাদেশী আমেরিকানরা পরিবার—পরিজন নিয়ে দিবসটি উপভোগ করেন। এছাড়াও কোন কোন সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ ফেসবুকে ছবি সম্বলিত শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েই দিনটি স্মরণ করেছেন।
বিগত বছরগুলোর মতো এবছরও ‘ফোর্থ অব জুলাই’ স্বাধীনতা দিবসে কমিউনিটিতে ছিলো না কোন বড় আয়োজন। তবে কালে ভদ্রে কোন কোন সংগঠন/প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করতে দেখা যায়। কিন্তু এবার তেমন কোন উদ্যোগ চোখে পড়েনি।
বাংলাদেশ সোসাইটি সহ কমিউনিটির অধিকাংশ সংগঠন/প্রতিষ্ঠান ঘটা করে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করলেও তেমনীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করছে না। এমন দিবস পালন করা, না করার মধ্যদিয়ে দেশপ্রেমের পরিচয়ের বিষয়টি ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে উঠে বলে সচেতন প্রবাসীরা মনে করেন। তারা বলেন, বাংলাদেশ যেমন আমাদের মাতৃভূমি এবং সেই দেশের নাগরিক আমরা, তেমনী আমরা ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা যেভাবে যুক্তরাষ্ট্রের সকল সুযোগ—সুবিধা ভোগ করছি, সেভাবে কি আমরা এই দেশটাকে মনে—প্রাণে অন্তরে ধারণ করছি? এমন প্রশ্নও অনেকের। তাদের মতে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের পাশপাশি, সমান গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসও পালন করা উচিৎ।
এ ব্যাপারে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা জন্মগতভাবে যেমন বাংলাদেশের নাগরিক, তেমনী ন্যাচারালাইজড প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তাই বাংলাদেশের মতো আমাদেরও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা উচিৎ, আমরা যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, আমরা যে আমেরিকাকেও ভালোবাসি তারও বহি:প্রকাশ দরকার। শুধু শুধু মনে মনে ভালোবাসলে চলবে না। এক্ষেত্রে আমাদের দৈনতা কাটিয়ে উঠতে হবে।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আমরা যারা আমেরিকান নাগরিক অবশ্যই তাদের স্বাধীনতা দিবস পালন করা উচিৎ। কেননা একজন নাগরিকের পাশাপাশি মূলধারার রাজনীতিতে সক্রিয় হতে মূলধারার অনুষ্ঠানেও সক্রিয় হতে হবে। আর এসব অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকেও সহজেই কমিউনিটির সাথে সম্পৃক্ত করা যাবে।
বিশিষ্ট রাজনীতিক আবু সাঈদ আহমেদ বলেন, অবশ্যই আমরা যারা আমেরিকান তাদের বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেরও স্বাধীনতা দিবস ঘটা করে পালন করা উচিৎ। এজন্য সম্মিলিতভাবে উদ্যোগ নেয়া উচিৎ বলেন মনে করেন তিনি।
এদিকে এবারের ‘ফোর্থ অব জুলাই’ শুক্রবার অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে একাধিক বাংলাদেশী—আমেরিকান বা বন্ধু—বান্ধবের উদ্যোগে তাদের বাসা—বাড়ীর অঙ্গীনায় ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করতে দেখা গেছে। অপরাহ্ন থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এই পার্টি চলেছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও অংশ নেন।
ব্রুকলীনের চার্চ—ম্যাকডোনাল্ডস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) ও লিটল বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম পাটোয়ারীর বাড়ীতে অন্যান্য বছরের মতো এবছরও ব্যাপক আয়োজনে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য নাঈম টুটুল, সোসাইটির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। এছাড়াও কুইন্স ভিলেজ সহ নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে পারিবারিকভাবে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়।
আমেরিকা এর আরো খবর
.jpeg)
‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা / দেশে সংস্কারের মাধ্যেমে নতুন বন্দোবস্ত সময়ের দাবী

২৫ বছর পূর্তি পালনের প্রস্তুতি / জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩৯তম ফোবানা সম্মেলন—২০২৫ / বাফেলো—নায়াগ্রাবাসীর সঙ্গে স্টিয়ারিং কমিটির মতিবিনিময়

ব্রঙ্কসে বাকা’র পথমেলায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ
