নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, ওয়াশিংটন ডিসিতে চলমান অপরাধ দমন অভিযান শেষে শিগগিরই শিকাগোতে ফেডারেল সরকারের ক্র্যাকডাউন শুরু হবে। এরপর লক্ষ্য হবে নিউইয়র্ক সিটি।
ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “শিকাগো একেবারে বিপর্যস্ত। সেখানে একজন অযোগ্য মেয়র আছেন। আমরা সেটিকে গুছিয়ে দেব। সম্ভবত এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।” তিনি আরও দাবি করেন, শিকাগোর মানুষ নাকি ফেডারেল হস্তক্ষেপ চাচ্ছেন।
ট্রাম্প জানান, ডিসিতে ন্যাশনাল গার্ড পুলিশকে সহায়তা করছে এবং প্রয়োজনে তিনি “রেগুলার মিলিটারি” মোতায়েন করতেও প্রস্তুত। তিনি যোগ করেন, “ডিসিতে আমরা যেমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, একইভাবে শিকাগোতেও করব। এরপর নিউইয়র্কে সহায়তা করব।”
এছাড়াও তিনি ইঙ্গিত দেন, সান ফ্রান্সিসকোসহ আরও কয়েকটি শহরে হস্তক্ষেপ করতে পারে ফেডারেল সরকার।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন ডিসির মতো অন্য কোনো শহরে প্রেসিডেন্টের সরাসরি কর্তৃত্ব নেই। যুক্তরাষ্ট্রের Posse Comitatus Act অনুযায়ী, বিশেষ আইন ছাড়া সেনাবাহিনীকে বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যায় না। পাশাপাশি ইলিনয়, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার গভর্নররা ডেমোক্র্যাট এবং তারা ট্রাম্পের এই পরিকল্পনায় সমর্থন দেবেন না বলেই ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা
