পাবজি আসক্তি: ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
অনলাইন ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলায় পাবজি গেম খেলায় আসক্তির কারণে দশম শ্রেণির ছাত্র বেটি ঋষেন্দ্রা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) জানায়, ঋষেন্দ্রা প্রতিদিন ১০ ঘণ্টার বেশি সময় ধরে গেম খেলতেন। এমনকি ক্লাসে যাওয়ার সময় কমে যায় বলে তিনি স্কুলে উপস্থিতি দিতে অস্বীকার করতেন।
ছেলেটির বাবা-মা তাকে মানসিক পরামর্শ ও চিকিৎসার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং নিউরোসার্জনের কাছে নিয়েছিলেন। তবে ঋষেন্দ্রা চিকিৎসকের পরামর্শ মেনে চলেননি এবং হুমকিও দিয়েছেন। হতাশ হয়ে তিন দিন আগে তার ফোন কেড়ে নেওয়া হয়। ফোন না পেয়ে মানসিক চাপে ঋষেন্দ্রা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সম্প্রতি ভারতে পাবজি আসক্তির কারণে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বছরের শুরুতে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় হেডফোন পরে রেললাইনে বসে গেম খেলার কারণে তিন কিশোর ট্রেনের নিচে কেটে মারা যান। এছাড়াও হায়দরাবাদে এক ট্যাক্সিচালক গাড়ি চালাতে চালাতে মোবাইলে পাবজি খেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক এর আরো খবর

২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় ২০ লাখ মৃত্যু রেকর্ড: প্রধান কারণ হৃদরোগ

নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা

ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বোলটনের বাড়িতে এফবিআই অভিযান

নিজ সন্তানকে হত্যা করে ভারতে পালানো আমেরিকান নারীকে আটক করল এফবিআই

সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশীর ভিসা খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন
