ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বোলটনের বাড়িতে এফবিআই অভিযান
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) শুক্রবার (২২ আগস্ট) সকালবেলা জন বোলটনের বাড়িতে অভিযান চালিয়েছে। বোলটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং পরে ট্রাম্প প্রশাসনের নীতির তীব্র সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
মেরিল্যান্ডের বেথেসডা, ওয়াশিংটন ডিসির শহরতলিতে বোলটনের বাড়ির বাইরে পুলিশের গাড়ি দেখা যায়। অভিযানটি গোপনীয় নথি সংক্রান্ত জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ বলে জানা গেছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়ায় (X হ্যান্ডেলে) লিখেছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, এফবিআই এজেন্টরা মিশনে রয়েছে।” যদিও তিনি সরাসরি জন বোলটনের নাম উল্লেখ করেননি।
এদিকে অভিযানের বিষয়ে ট্রাম্প কিছু জানেন না বলে দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “না, আমি এটা জানি না। আজ সকালে টিভিতে দেখলাম। আমি জন বোলটনের সমর্থক নই। সে এক রকমের নিম্নমানের মানুষ।”
জন বোলটন পূর্বে কয়েকটি রিপাবলিকান প্রশাসনের সময় কড়া বিদেশ নীতি সমর্থক ছিলেন এবং জর্জ ডব্লিউ. বুশ প্রশাসনের সময় ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শক্ত সমর্থক ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন সংবাদ অনুষ্ঠানে ট্রাম্পের নীতি সমালোচনা করে থাকেন।
নিজের স্মৃতিকথা The Room Where It Happened বইতে বোলটন লিখেছেন, “তিনি তার ব্যক্তিগত স্বার্থ এবং দেশের স্বার্থের মধ্যে পার্থক্য করতে পারতেন না।” ট্রাম্পও বোলটনের আগ্রাসী নীতি সমর্থনের জন্য সমালোচনা করেছেন এবং বৈঠকে তাকে “ভয়ঙ্কর উপস্থিতি” হিসেবে বর্ণনা করেছেন।
এই অভিযান এমন সময়ে ঘটে যখন ট্রাম্প প্রশাসন তার সমালোচক ও প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে হুমকি ও তদন্ত বাড়াচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা

নিজ সন্তানকে হত্যা করে ভারতে পালানো আমেরিকান নারীকে আটক করল এফবিআই

সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশীর ভিসা খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন

মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
