নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয়, চীনা ও ফিলিপিনো নাগরিক। বাসটি নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে মহাসড়কের পেমব্রোক এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলটি বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল দূরে।
রাজ্য পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাহান জানান, “হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ান পার হয়ে খাদে পড়ে যায়। তবে এটি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খায়নি।” নিহতদের মধ্যে কেউ শিশু নয়, তাদের বয়স ২০ থেকে ৭৪ বছরের মধ্যে।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবা শুরু হয়। এরি কাউন্টি মেডিকেল সেন্টারে ২৪ জন আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রোচেস্টার মেডিকেল সেন্টারে আরও ছয়জন চিকিৎসাধীন আছেন, এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে, ইউনাইটেড মেমোরিয়াল মেডিকেল সেন্টার দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আহতদের অনেককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে Mercy Flight কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতা পাওয়া যায়নি। বাস কোম্পানি M&Y Tour Inc. দুর্ঘটনাকবলিত বাসটি পরিচালনা করছিল। চালক পুলিশকে সঙ্গে সহযোগিতা করছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
দুর্ঘটনার পর নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে মহাসড়ক (Interstate 90) একাধিক ঘণ্টা যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
আমেরিকা এর আরো খবর

নিউইয়র্কে উচ্ছেদের হার ২০১৮ সালের পর সর্বোচ্চ

নিউইয়র্কে প্রতিমাসে ৩১৬ জন পুলিশ কর্মকর্তার পদত্যাগ: রিপোর্ট

পটেটো চিপসের ব্যাগে সাংবাদিককে নগদ টাকা প্রদান / মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ উপদেষ্টাকে প্রচারণা থেকে প্রত্যাহার

ইউ.এস. নিউজের প্রতিবেদন / নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের সেরা হাই স্কুলগুলোর তালিকা

দিদারুলের শোকের পরিবারে নতুন প্রাণের আগমন: জেসিকা টিশে’র আবেগঘন পোস্ট
