নিজ অভিবাসীদের জন্য আশ্রয়শিবির নির্মাণ করছে মেক্সিকো
অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে মেক্সিকোর নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে যুক্তরাষ্ট্র থেকে বিপুল সংখ্যক অভিবাসী ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর যেসব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে, তাদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করছে মেক্সিকো কর্র্র্তৃপক্ষ। এমনই বেশ কিছু অস্থায়ী শিবির নির্মাণ হচ্ছে- এমন ছবি প্রকাশ করে এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসী প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই এ বিষয়ে খড়গহস্ত হয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গীর্জা, স্কুল ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থানগুলো থেকে অবৈধ অভিবাসীদের আটকের অনুমতি দেয়া হয়েছে কর্তৃপক্ষকে।
আমেরিকা এর আরো খবর

নিউইয়র্ক সিটি মেয়র পদে তহবিল সংগ্রহে এগিয়ে জোহরান মামদানি

হারিকেন ইরিনের পর খুলছে নিউইয়র্ক ও নর্থ ক্যারোলিনার সৈকত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত

নিউইয়র্কে উচ্ছেদের হার ২০১৮ সালের পর সর্বোচ্চ

নিউইয়র্কে প্রতিমাসে ৩১৬ জন পুলিশ কর্মকর্তার পদত্যাগ: রিপোর্ট
