৭ বছর পর সৌদি আরবে দূতাবাস খুলল ইরান
দীর্ঘদিন পর আবার সৌদি আরবে দূতাবাস খুলতে যাচ্ছে ইরান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেশটির রাজধানী রিয়াদে ইরানের দূতাবাস উদ্বোধন করা হয়।
এ সময় সৌদি আরবে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন কূটনীতিক উপস্থিত থাকবেন।
তবে, সৌদি আরব কবে তেহরানে তাদের দূতাবাস আবার খুলবে বা কাকে রাষ্ট্রদূত নিয়োগ করবে সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই। ইরান গত মাসে আলিরেজা এনায়াতিকে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নাম দিয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি স্বাক্ষর করে।
২০১৬ সালে, সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়। শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিক্ষুব্ধ ইরানীরা তেহরানে সৌদি দূতাবাস এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাদে সৌদি কনস্যুলেটে হামলা চালায়। ওই ঘটনার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
ইরানের কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতিকে তখন সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। এখন তার নেতৃত্বে রিয়াদ দূতাবাস পুনরায় চালু হতে যাচ্ছে। এর আগে আলিরেজা কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।