July 27, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
মোবাইল নম্বর ক্লোনিং কি? কিভাবে বুঝবেন আপনার নাম্বার ক্লোন করা হয়েছে

মোবাইল নম্বর ক্লোনিং কি? কিভাবে বুঝবেন আপনার নাম্বার ক্লোন করা হয়েছে

মোবাইল নম্বর ক্লোনিং কি? কিভাবে বুঝবেন আপনার নাম্বার ক্লোন করা হয়েছে কখনো পুলিশ সুপা

মোবাইল নম্বর ক্লোনিং কি? কিভাবে বুঝবেন আপনার নাম্বার ক্লোন করা হয়েছে

কখনো পুলিশ সুপার, কখনো অতিরিক্ত কমিশনার ,কখনো ডিসি-ইউএনও। এসব পদমর্যাদার কর্মকর্তাদের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে ফোন দেওয়া হয়। ফোন রিসিভ করলেই একটা বড় পরিচয় দেওয়া হয় । এরপর আসামিদের মুক্তি, নানা সমস্যা থেকে মুক্তিসহ নানা অজুহাতে টাকা দাবি করা হয়। সরল বিশ্বাসে অনেকেই তখন  প্রয়োজন মতো টাকা দিয়ে ফেলেন। কেউ ভয়ে টাকা দেয়, কেউ না বুঝেই দেয়। গত কয়েক বছর ধরে, থানা থেকে শুরু করে যেখানেই সমস্যা ছিল সেখানেই হাজির হন এইসব ব্যক্তি। আর এ সময় লাখ লাখ টাকা চুরি হয়েছে। কিন্তু তার কোন প্রতিকার ছিল না।

মোবাইল নম্বর ক্লোনিং কি?

আজকাল মোবাইল নম্বর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব জায়গায় লিঙ্ক করা আছে। তাই মোবাইল নম্বর ক্লোন হয়ে গেলে সবই বিপদে পড়তে পারে।

মোবাইল নম্বর ক্লোনিং সাধারণত  দুই প্রকারে হয়ে থাকে।

প্রথমত, আপনার নম্বর ক্লোনিংয়ের সাহায্যে পোর্ট করা হয়। প্রতিটি সিমের একটি পোর্ট আইডি থাকে। এই পোর্ট আইডি তৈরি হয় এবং আপনার সিমটিকে লক করা হয়।

আপনি যখন দেখেন আপনার সিম ব্লক হয়ে গেছে, আপনি যদি অন্য নম্বর থেকে আপনার নম্বরে কল করেন এবং আপনি যদি একটি রিং দেখতে পান তবে আপনি বুঝতে পারবেন যে আপনার নম্বরটি ক্লোন করা হয়েছে।

দ্বিতীয়ত, ধরনের ক্লোনিং বলতে সফ্টওয়্যার ব্যবহার করে আপনার নম্বরটি হুবহু কপি করা এবং খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা বোঝায়।

Sim Number Cloning এর সোজা অর্থ হল একটি নাম্বারের অনুরূপ আরেকটি নাম্বার তৈরী করা। এর মানে হল একই নম্বরের দুইটি সিম নাম্বার হবে। আর এই কাজটি আপনার Android ফোন দিয়ে  দু’টি Apps এর মাধ্যমে খুব সহজেই করতে পারে এক্সপার্ট হ্যাকাররা।

কিভাবে বুঝবেন আপনার মোবাইল নম্বর ক্লোন হয়েছে কিনা?
  • যদি আপনার নম্বর ক্লোন করা হয়, তাহলে আপনার ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসতে থাকবে।
  • যখন আপনার নম্বরে একটি কল আসে, কলটি  রিসিভ দেওয়ার সাথে সাথে কলটির  সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
  • যেকোন নম্বরে কল করলে নানা ধরনের সমস্যা তৈরি হয়।
  • ইনকামিং কলে ব্যস্ত সিগনাল আসবে।
  • আপনার ফোনের বিল স্বাভাবিকের চেয়ে বেশি হবে।
  • ভয়েস কল করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেবে।
  • আপনার ফোন মাঝে মাঝে অকারণে গরম হয়ে যাবে।
  • ফোনের চার্জ দ্রুত কমে যাবে ইত্যাদি।
মোবাইল নম্বর ক্লোনিংয়ের ফলে কী ঘটে?
  • আপনার ফোন নম্বর ক্লোন করা হলে, এটি অপরাধমূলক কাজ, জালিয়াতি, হুমকি, ব্ল্যাকমেল হতে পারে।
  • যখন কোনো হ্যাকার আপনার ফোন ক্লোন করে, সেই হ্যাকার আপনার ফোনের ভয়েস কল, ব্যক্তিগত তথ্য, ফটো, গুরুত্বপূর্ণ ভিডিও ইত্যাদি সবই সংগ্রহ করতে পারবে।
  • যদি আপনার ফোন ক্লোন হয়ে থাকে, তাহলে আপনি আপনার নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন করে কাউকে কল করতে পারেন, যে ব্যক্তি আপনার নম্বর থেকে কল রিসিভ করবে সে বুঝবে না যে ফোনটি আপনার নয়, অন্য কারো দ্বারা ক্লোন করা হয়েছে।

তাই আপনার নম্বর ক্লোন করা হলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে পারে।

মোবাইল নম্বর ক্লোন হয়ে গেলে কী করবেন?
  • যদি আপনার মোবাইল নম্বর ক্লোন করা হয়, তাহলে প্রথমেই আপনার ফোনের ব্যালেন্স সময়ে সময়ে চেক করতে হবে।
  • যদি ব্যালেন্স সময়ের আগেই শেষ হয়ে যায় তাহলে আপনাকে কাস্টমার কেয়ারে চেক করতে হবে। আপনি যদি কাউকে কল বা টেক্সট না করেন এবং কাস্টমার কেয়ার বলে যে আপনি কল করেছেন বা টেক্সট করেছেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার নম্বর ক্লোন করা হয়েছে।
  • আপনার নম্বর ক্লোন করা থাকলে, আপনি অজানা নম্বর থেকে মিস কল পাবেন। অপরিচিত নম্বর থেকে মিসড কল পেলে ব্যাক কল করবেন না।
  • আপনার নম্বর ক্লোন করা থাকলে আপনি আপনার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে পারেন বা প্রয়োজনে একটি সাধারণ ডায়েরি (জি ডি )  করতে  পারেন।
  • এ ধরনের প্রতারণা এড়াতে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের কিছু সুপারিশ করেছে। সেগুলো হলো- সন্দেহজনক কল আসলে বা অনৈতিক প্রস্তাব আসলে অর্থাৎ ক্লোনকৃত নম্বর থেকে কল এলে আবারও কল করা নম্বরে কল করে নিশ্চিত হওয়া। বাংলাদেশের সকল মোবাইল নম্বরের কান্ট্রি কোড+৮৮, ক্লোনকৃত নম্বর +৩৮, +১, +৮৮৮, +০৮ ইত্যাদি সংবলিত থাকে।
  • কোন উচ্চপদস্থ পুলিশ অফিসার বা অন্য কোন সরকারি কর্মকর্তার নম্বরের প্রথমে +৮৮ এর পরিবর্তে +৩৮, +১, +৮৮৮ ইত্যাদি নম্বর থেকে কল আসলে ইনকামিং নম্বরটি ভালভাবে পর্যবেক্ষণ করে যোগাযোগ করা।
  • আপনি যদি এই ধরনের প্রতারণার শিকার হন তবে পুলিশকে জানান।

আরও পড়ুন

৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি, খোয়ার সংখ্যায় আছে বাংলাদেশও

কিভাবে বুঝবেন কম্পিউটার হ্যাক হয়েছে

ডেটা সুরক্ষায় চরম ব্যর্থতা বাংলাদেশের:যে কেউ পড়তে পারেন তথ্য ফাঁসের ঝুঁকিতে

Leave a Reply

Your email address will not be published.

X