ইসরায়েলি সমস্ত বাধা উপেক্ষা করে আড়াই লাখেরও বেশি মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন
মুসলমানদের প্রথম কাবা, পবিত্র মসজিদ এবং কেবলা, বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস এই ভূমিকে কেন্দ্র করে ফিলিস্তিনি মুসলমানদের বসবাসের স্থান গড়ে উঠেছে। কিন্তু তারা বর্তমান পৃথিবীর সবচাইতে নিন্দিত জাতি দ্বারা কঠিনভাবে আক্রান্ত। তারপরেও নিজের জন্মভূমি এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ভালোবাসায় সকল ব্যথা বেদনা উপেক্ষা করে নামাজের সেজদার জন্য একত্রিত হন বাইতুল মুকাদ্দাসএ। তারই নমুনা এ সপ্তাহের জুমার নামাজ।
ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ২৫০,০০০ এরও বেশি মুসলমান জুমার নামাজ আদায় করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার (২১ এপ্রিল) ঈদ-উল-ফিতর উদযাপিত হবে, ১৪ এপ্রিল ছিল পবিত্র রমজানের শেষ শুক্রবার। সেই অনুযায়ী মুসলমানরা রমজান মাসের শেষ শুক্রবার এই দিনে জুমাতুল বিদাহ পালন করে।
এ কারণেই আল-আকসায় মুসলমানদের সমাবেশ ছিল তাৎপর্যপূর্ণ। তবে আল-আকসা মসজিদে যাওয়ার রাস্তায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ইসরাইল। প্রতি বছর হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা পরিদর্শন করে এবং রোজার সময় ইবাদত করে।
এ জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালালে উত্তেজনা বেড়ে যায়।
এছাড়াও ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পুরো রমজান মাসজুড়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।