October 31, 2024
নতুন ফিচার, ফোনে অব্যবহৃত অ্যাপ মুছে দেবে গুগল

নতুন ফিচার, ফোনে অব্যবহৃত অ্যাপ মুছে দেবে গুগল

নতুন ফিচার, ফোনে অব্যবহৃত অ্যাপ মুছে দেবে গুগল

নতুন ফিচার, ফোনে অব্যবহৃত অ্যাপ মুছে দেবে গুগল

মোবাইল স্টোরিজ নিয়ে খুবই ঝামেলায় পড়তে হয়।  অনেক সময়ই অপ্রয়োজনীয় ডাটা এবং অ্যাপসে  স্টোরিজগুলো  রিজাভ হয়ে যায় এবং পূর্ণ হয়ে যায়।  তখন এগুলোকে সিলেক্ট করে ডিলিট করা কষ্ট হয়ে পড়ে।  সে কষ্ট দূর করতে এবং স্টোর থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো মুছে দিতে গুগলের এই চমৎকার আয়োজন।

এবার গুগল নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে এটি আপনার ফোন থেকে পুরানো এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে। ফিচারটির নাম ‘অটো-আর্কাইভ ফিচার’। অর্থাৎ ফোনে স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হবে না। এই ফিচারের সাহায্যে স্টোরেজ পূর্ণ হয়ে গেলেও নতুন অ্যাপ ডাউনলোড করা যাবে

স্বয়ংক্রিয়-আর্কাইভ বৈশিষ্ট্যের সাথে, ডিভাইসে স্থান খালি করতে আপনাকে কোনো অ্যাপ মুছতে হবে না। এই ফিচারটি চালু হওয়ার সাথে সাথেই ফোন থেকে কম গুরুত্বপূর্ণ অ্যাপগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেবে গুগল। অ্যাপটি সরানো হলে জায়গা খালি হবে।

মূলত, Google আপনার ফোন থেকে এমন অ্যাপ মুছে ফেলবে যেগুলি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেননি। কিন্তু অ্যাপ ডিলিট করলেও সেই অ্যাপের সমস্ত ডেটা আপনার ফোনে সুরক্ষিত থাকবে। কিন্তু আপনি যদি সেই অ্যাপটি আবার পেতে চান তাহলে আপনাকে আবার ডাউনলোড করতে হবে

Leave a Reply

Your email address will not be published.

X