'নারী বিষয়ক সংস্কার কমিশন' নিয়ে তরুণ রাজনীতিকের প্রতিক্রিয়া
পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনোই পেশা হতে পারে না: সরজিস আলম

"পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনই পেশা হতে পারে না। বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সঙ্গে ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পুনর্বাসন করা উচিত।" বলেছেন উত্তরাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক সরজিস আলম।
'নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন' এর সারা দেশব্যাপী প্রায় সকল শ্রেণীর মানুষ এবং বুদ্ধিজীবীর চলমান সমালোচনার মধ্যে, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সরজিস আলম এখন মুখ খুললেন। নারীর অধিকার রক্ষার যেকোনো যৌক্তিক দাবিকে তিনি পূর্ণ সমর্থন করবেন বলে উল্লেখ করে তিনি বলেন, "পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনোই পেশা হতে পারে না।"
নারী সংস্কার কমিশনের প্রস্তাবের চলমান সমালোচনার মধ্যে, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সরজিস আলম এখন মুখ খুললেন। নারীর অধিকার রক্ষার যেকোনো যৌক্তিক দাবিকে তিনি পূর্ণ সমর্থন করবেন বলে উল্লেখ করে তিনি বলেন, "পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনোই পেশা হতে পারে না।"
রবিবার (১৮ মে) বিকেলে একটি ফেসবুক পোস্টে সারজিস আলম এই মন্তব্য করেন।
জনাব সারজিস আলমের পোস্টটি কোনোরূপ পরিবর্তন না করে নিচে দেওয়া হল:
সারজিস আলম বলেন,
নারীদের অধিকার রক্ষায় যে কোন যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সম*কামিতা, ট্রান্স*জেন্ডার কিংবা এল'জি'বি'টি'কিউ এর মত জ'ঘন্য ও ধ্বংসা'ত্মক কালচার গুলোকে প্রমোট করা হয় তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণব্যাধিগুলো যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে তাদের মানসিক চিকিৎসা করানো হোক হোক। কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই সুযোগ আমরা করে দিতে পারিনা।
সারজিস আলম বলেন, পাশাপাশি পতিতাবৃত্তির মত মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করা হোক।
আরো পড়তে- সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
রাজনীতি এর আরো খবর

নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিতে নিহত মেক্সিকোর মেয়র প্রার্থী

ফ্যাসিস্ট ও খুনি দলকে নিষিদ্ধের দাবিতে রাজপথে জনতা / আ.লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না: এনসিপি

ঘুরিয়ে ফিরিয়ে একই দাবি নির্বাচন নির্বাচন / নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি / নির্বাচনের আগে তিনটি শর্ত পূরণ করতে হবে: জামায়াত আমীর
.jpg)
ফিলিস্তিনকে মুক্ত করতে ড. ইউনূসের কার্যকরী পদক্ষেপ আহ্বান
