উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (সূত্র: এএফপি)
সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি এবং সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ট্রাম্প জানান, “আমার মনে হয়, আগামী বুধবার বা বৃহস্পতিবার উইটকফ রাশিয়া সফরে যাবেন।”
ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছেন। এই সময়ের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। তবে নিষেধাজ্ঞার প্রকৃতি নিয়ে কিছু জানাননি।
সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “আমরা এমন একটি চুক্তি চাই, যেন মানুষ হত্যা বন্ধ হয়।”
তিনি আরও জানান, প্রয়োজনে চীন ও ভারতসহ রাশিয়ার বাণিজ্য অংশীদারদের ওপরও দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করা হতে পারে, যা রাশিয়ার ওপর চাপ বাড়াবে, তবে বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, পশ্চিমা চাপের মধ্যেও রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, শান্তি চাইলে হলেও তাঁর নির্ধারিত শর্তগুলো এখনো অপরিবর্তিত রয়েছে।
এদিকে কূটনৈতিক প্রচেষ্টা সফল না হওয়ায় ক্রমশই পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করছেন ট্রাম্প। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনা প্রায় অচলাবস্থায় পৌঁছেছে।
আন্তর্জাতিক এর আরো খবর

পলাতকরা ষড়যন্ত্র করছে, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান : মুশফিকুল ফজল

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড সংখ্যক ভারতীয় ফেরত, সাত মাসেই ১,৭০০ ছাড়াল

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন: আইএসপিআর

ভারত ‘আমেরিকার শতভাগ মিত্র নয়’: মার্কো রুবিও

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্কহার পাকিস্তানের, ট্রাম্পকে শাহবাজের ‘গভীর কৃতজ্ঞতা’
