সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান যে, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি‘র সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।
তাঁরা আরও জানান যে, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।
বাংলাদেশ এর আরো খবর

আরেক 'জুলাই' এর প্রতিধ্বনি / গণহত্যাকারী দল 'আওয়ামীলীগ' নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার স্লোগানে উত্তাল শাহবাগ

ভারত-পাকিস্তান যুদ্ধে বাফার স্টেট বাংলাদেশ? / ভারত-পাকিস্তান যুদ্ধ: সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশ আইজিপির

পরপারে চলে গেলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণে এনসিপি, জনতা, বাংলাদেশ, শহিদ-আহত ও জুলাই যোদ্ধা পরিবারের একাত্মতা প্রকাশ / সরকার যদি আ’লীগের বিচারে ব্যর্থ হয়, জনতার আদালত গঠনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

গণহত্যাকারী সাবেক আইন মন্ত্রী ফ্যাসিস্ট আনিসুল হককে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি
