গত ১০ মাসে দেশে জঙ্গিবাদের কোনোও খবর পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, গত ১০ মাসে দেশে জঙ্গিবাদের কোনও খবর পাওয়া যায়নি। সকলের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। তিনি আরও বলেন যে, সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি জঙ্গি ছিলেন না, তবে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
বাংলাদেশে জঙ্গিবাদের কোনও স্থান নেই। এখানে কোনও ধরণের জঙ্গিবাদ নেই, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন যে, দেশে পাঠানো তিনজনের কেউই জঙ্গি নন। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই তিনজনকে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন যে, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন তারা দেশে আসেননি। আমরা সরকারি পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা তদন্ত করব। তবে বাংলাদেশে তাদের কোনও সম্পৃক্ততা নেই।
মালয়েশিয়ার আইজিপি কর্তৃক পাঁচ বাংলাদেশিকে জঙ্গিবাদে জড়িত থাকার কথা জানানোর ঘটনাকে আপনি কীভাবে দেখেন? এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সে দেশের (মালয়েশিয়ার) আইজিপি কী বলেছে আমি জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো মেসেজ পাইনি। আমরা বিভিন্ন মাধ্যমে যে মেসেজ পেয়েছি সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ আপনাদের দেওয়া হয়েছে।"
জঙ্গিবাদ সম্পর্কে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের ক্রেডিট অনেক বেশি। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই তাই দিতে পারেন না।"
আরও পড়তে- সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিক নাইমুল সহ গ্রেপ্তার ৩
বাংলাদেশ এর আরো খবর

শোকের মিছিলে শহীদি কারবালার স্মরণ

তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা / জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

১৮’র নির্বাচন ছিল প্রহসনমূলক রাতের ভোট: দায় স্বীকার করে সাবেক সিইসি নূরুল হুদার জবানবন্দি

‘শহীদ আবু সাঈদ দিবস’ এর নাম বদলের প্রতিক্রিয়া / ১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন

জুলাই জাতীয় বীর নাহিদ ইসলামের বার্তা / জুলাই ঘোষণাপত্র-জুলাই সনদ দিতে না পারলে জুলাই উদযাপনের এখতিয়ার সরকারের নেই
