আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে, তবেই মিলবে ফ্যাসিবাদমুক্তি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান শাসক দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলেই হবে দেশের ফ্যাসিবাদমুক্তি। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারেন। নতুন বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে।”
শুক্রবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশে’ মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি দলের কর্মীদের বলেন, “অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। লড়াইয়ে কাজ করে যেতে হবে।” একই অনুষ্ঠানে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার জন্য, যার ফলে দেশের ওপর আরোপিত ট্যারিফ ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নামানো হয়েছে।
তিনি বলেন, “কয়েকদিন আগে আমেরিকা আমাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল, কিন্তু উপদেষ্টারা আলোচনা করে সেটি কমিয়ে এনেছেন।” মির্জা ফখরুল আরও বলেন, “যারা ব্যাংক লুট, চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো আপোস করবে না। জনভোগান্তি লাঘবে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।”
রাজনীতি এর আরো খবর

জনগণ ইভিএমের মতো পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে: মির্জা আব্বাস

সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে ২৭ দল, বিপক্ষে ৩ দল

ট্রাম-মাস্ক সম্পর্কে ভাটা / ইলন মাস্ক নতুন রাজনৈতিক দল: 'দ্য আমেরিকা পার্টি'

প্রেসিডেন্ট হওয়ার আর ইচ্ছা নেই এরদোগানের

রাজনৈতিক হয়রানির শিকার হাজার হাজার মানুষের স্বস্তি / সাড়ে ১০ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
