September 19, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্ম্যাট-২০২৪: থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য জানার অনেক কিছু

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্ম্যাট-২০২৪: থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য জানার অনেক কিছু

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্ম্যাট-২০২৪: থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য জানার অনেক কিছু

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্ম্যাট-২০২৪: থাকছে ক্রিকেট প্রেমীদের জন্য জানার অনেক কিছু

 কখন শুরু?

২ জুন বাংলাদেশ সময় সকাল ৬.৩০ টায় USA-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে T-20 বিশ্বকাপ-২০২৪। প্রায় এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট এবং শেষ হবে ২৯শে জুন।

কোথায় কোথায় হবে ?

যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথমবারের মতো এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি সহ সব মিলিয়ে নয়টি ভেন্যুতে খেলা হবে। নকআউটের সবগুলো ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে।যুক্তরাষ্ট্রের যে তিনটি স্টেডিয়ামে খেলা হবে তা হল নিউইয়র্ক, হিউস্টন এবং ফ্লোরিডা ।

কারা খেলবে?

এই টুর্নামেন্টে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২০টি দল খেলছে। নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনির মতো দলও আছে এবার। প্রায় ২৯ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট, এতদিন কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।

বিন্যাস কি হবে?

২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপের সেরা দুটি দল যাবে সুপার এইটে। সেখান থেকে সেরা চার দলের সঙ্গে সেমিফাইনাল এরপর ফাইনাল।

কে কোন গ্রুপে ?
প্রতি গ্রুপে ৫ টি দেশ করে মোট  ২০ দেশটি দেশ খেলবে

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কবে?

মধ্যরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আজকে যুক্তরাষ্ট্রের জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডালাসে শুরু হয়  নর্থ আমেরিকান ডার্বিতে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ই জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। বৈশ্বিক এই আসরে বাংলাদেশকে রাখা হয়েছে গ্রুপ-ডি-তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটিও সেন্ট ভিনসেন্টে।

এবার দেখে নেই বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ডালাস ভোর ৬.৩০
১০ জুন বাংলাদেশ-দ. আফ্রিকা নিউইয়র্ক রাত ৮.৩০
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস সেন্ট ভিনসেন্ট রাত ৮.৩০
১৭ জুন বাংলাদেশ-নেপাল সেন্ট ভিনসেন্ট ভোর ৫.৩০

 

পূর্ণাঙ্গ সুচি-২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ
 তারিখ  ম্যাচ  সময়  ভেন্যু
০২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা সকাল ৬:৩০ ডালাস
০২ জুন ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি রাত ৮:৩০ গায়ানা
০৩ জুন নামিবিয়া-ওমান সকাল ৬:৩ বার্বাডোস
০৩ জুন শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা রাত ৮:৩০ রাত ৮:৩০
০৪ জুন আফগানিস্তান-উগান্ডা সকাল ৬:৩০ গায়ানা
০৪ জুন ইংল্যান্ড-স্কটল্যান্ড রাত ৮:৩০ বার্বাডোস
০৪ জুন নেদারল্যান্ডস-নেপাল রাত ৯:৩০ ডালাস
০৫ জুন ভারত-আয়ারল্যান্ড রাত ৮টা নিউ ইয়র্ক
০৬ জুন পাপুয়া নিউগিনি-উগান্ডা ভোর ৫:৩০ গায়ানা
০৬ জুন অস্ট্রেলিয়া-ওমান সকাল ৬:৩০ বার্বাডোস
০৬ জুন যুক্তরাষ্ট্র-পাকিস্তান রাত ৯:৩০ ডালাস
০৬ জুন নামিবিয়া-স্কটল্যান্ড রাত ১টা বার্বাডোস
০৭ জুন কানাডা-আয়ারল্যান্ড রাত ৮:৩০ নিউ ইয়র্ক
০৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড ভোর ৫:৩০ গায়ানা
০৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা সকাল ৬:৩০ ডালাস
০৮ জুন নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা রাত ৮:৩০ নিউ ইয়র্ক
০৮ জুন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড রাত ১১টা বার্বাডোস
০৯ জুন ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা সকাল ৬:৩০ গায়ানা
০৯ জুন ভারত-পাকিস্তান রাত ৮:৩০ নিউ ইয়র্ক
০৯ জুন ওমান-স্কটল্যান্ড রাত ১১টা অ্যান্টিগা
১০ জুন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা রাত ৮:৩০ নিউ ইয়র্ক
১১ জুন পাকিস্তান-কানাডা রাত ৮:৩০ নিউ ইয়র্ক
১২ জুন শ্রীলঙ্কা-নেপাল ভোর ৫:৩০ ফ্লোরিডা
১২ জুন অস্ট্রেলিয়া-নামিবিয়া সকাল ৬:৩০ অ্যান্টিগা
১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র রাত ৮:৩০ নিউ ইয়র্ক
১৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সকাল ৬:৩০ টিএন্ডটি
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস রাত ৮:৩০ সেন্ট ভিনসেন্ট
১৩ জুন ইংল্যান্ড-ওমান রাত ১টা অ্যান্টিগা
১৪ জুন আফগানিস্তান-পাপুয়া নিউগিনি সকাল ৬:৩০ টিএন্ডটি
১৪ জুন আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র রাত ৮:৩০ ফ্লোরিডা
১৫ জুন দক্ষিণ আফ্রিকা-নেপাল ভোর ৫:৩০ সেন্ট ভিনসেন্ট
১৫ জুন নিউজিল্যান্ড-উগান্ডা সকাল ৬:৩০ টিএন্ডটি
১৫ জুন ভারত-কানাডা রাত ৮:৩০ ফ্লোরিডা
১৫ জুন ইংল্যান্ড-নামিবিয়া রাত ১১টা অ্যান্টিগা
১৬ জুন অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড সকাল ৬:৩০ সেন্ট লুসিয়া
১৬ জুন পাকিস্তান-আয়ারল্যান্ড রাত ৮:৩০ ফ্লোরিডা
১৭ জুন বাংলাদেশ-নেপাল ভোর ৫:৩০ সেন্ট ভিনসেন্ট
১৭ জুন শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস সকাল ৬:৩০ সেন্ট লুসিয়া
১৭ জুন নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি রাত ৮:৩০ টিএন্ডটি
১৮ জুন ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সকাল ৬:৩০ সেন্ট লুসিয়া
   সুপার এইট    
১৯ জুন এ২-ডি১ রাত ৮:৩০ অ্যান্টিগা
২০ জুন বি১-সি২ সকাল ৬:৩০ সেন্ট লুসিয়া
২০ জুন সি১-এ১ রাত ৮:৩০ বার্বাডোস
২১ জুন বি২-ডি২ সকাল ৬:৩০ অ্যান্টিগা
২১ জুন বি১-ডি১ রাত ৮:৩০ সেন্ট লুসিয়া
২২ জুন এ২-সি২ সকাল ৬:৩০ বার্বাডোস
২২ জুন এ১-ডি২ রাত ৮:৩০ অ্যান্টিগা
২৩ জুন সি১-বি২ সকাল ৬:৩০ সেন্ট ভিনসেন্ট
২৩ জুন এ২-বি১ রাত ৮:৩০ বার্বাডোস
২৪ জুন সি২-ডি১ সকাল ৬:৩০ অ্যান্টিগা
২৪ জুন বি২-এ১ রাত ৮:৩০ সেন্ট লুসিয়া
২৫ জুন সি১-ডি২ সকাল ৬:৩০ সেন্ট ভিনসেন্ট
২৭ জুন প্রথম সেমি-ফাইনাল সকাল ৬:৩০ টিএন্ডটি
২৭ জুন দ্বিতীয় সেমি-ফাইনাল রাত ৮:৩০ গায়ানা
২৯ জুন ফাইনাল রাত ৮টা বার্বাডোস

 সূচিতে বাংলাদেশ সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপে হতাশাজনক বাজে পারফরম্যান্সঃ সাকিব-পাপনদের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X