July 27, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায় পাকিস্তানের উসমান আহমদ

হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায় পাকিস্তানের উসমান আহমদ

হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায় পাকিস্তানের উসমান আহমদ

হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায় পাকিস্তানের উসমান আহমদ

পাঁচ হাজার চারশ কিলোমিটার পথ হেঁটে অবশেষে সৌদি আরবের মক্কায় পৌঁছেন উসমান আহমদ। পাকিস্তান থেকে ইরান, বাহরাইন ও আমিরাত হয়ে সাড়ে ছয় মাস হেঁটে সৌদি আরবে পৌঁছান এই শিক্ষার্থী। ২৫ বছর বয়সী উসমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেছেন। ১৪ জুন, উসমানকে মক্কার পাকিস্তান হজ মিশন অফিসে দীর্ঘ তীর্থযাত্রার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছিল।

হজ মিশনের প্রধান পরিচালক আবদুল ওয়াহাব সামারো বলেন, উসমানকে স্মরণীয় যাত্রার জন্য একটি উৎসাহব্যঞ্জক স্মারক দেওয়া হয়েছে। সব জটিলতা দূর করে তার হজ ভিসার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ হাঁটার অভ্যাস গড়ে তোলার জন্য উসমান তরুণদের অনুপ্রেরণা। এমনকি তিনি পাকিস্তানের ছাত্রদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবেন।

জানা যায়, শুধুমাত্র একটি ব্যাগ, ছাতা এবং ট্রেকিং জুতা নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন উসমান। শুরুতে তার শুধু ওমরাহ ভিসা ছিল। পরে তিনি মক্কায় পৌঁছে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় হজ ভিসা পান। প্রতিদিন তিনি ৩৫-৬০ কিমি হাঁটেন এবং ৫৪০০ কিমি দীর্ঘ দূরত্ব অতিক্রম করেন।

যদিও এ সময় তার খরচ হয়েছে আট লাখ ৫০ হাজার  রুপি,।   মূলত, ২০২১ সালে, উসমান পাঞ্জাবের ওকারা থেকে চীনের সীমান্তের খুঞ্জেরাব পাস পর্যন্ত মাত্র ৩৪ দিনে ১২৭০  কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। এরপর তিনি মক্কায় যাওয়ার কথা ভাবলেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X