May 16, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
ডালাসের সাউথ ফোক র‍্যাঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো টেক ফায়োস বৈশাখী মেলা ১৪৩০

ডালাসের সাউথ ফোক র‍্যাঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো টেক ফায়োস বৈশাখী মেলা ১৪৩০

ডালাসের সাউথ ফোক র‍্যাঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো টেক ফায়োস বৈশাখী মেলা ১৪৩০

গত ১৩ মে শনিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্দ্যোগে এবং আইটি ট্রেনিং ইনস্টিটিউট টেকফায়োসের সহযোগিতায়, টেক্সাস ডালাসের, সাউথ ফোক র‌্যাঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো টেকফায়োস বৈশাখী মেলা ১৪৩০।

বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা, এই আয়োজনে ডালাস সহ আশেপাশের অঙ্গরাজ্য থেকে বাংলা ভাষাভাষী, সংস্কৃতিমনা, সংগীত পিপাসু বাঙালীর পদচারণায় মুখর হয়ে উঠে সাউথ ফোক র‌্যাঞ্চের সবুজ আঙ্গিনায়। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফীডব্যাক, তাদের জনপ্রিয় গানগুলো- মৌসুমী, চিঠি, মেলায় যাইরে, পরিবেশন করেন, দর্শকরাও নেচে গেয়ে জমিয়ে তুলেন মেলা প্রাঙ্গন। এই বৈশাখী মেলায় নৃত্য পরিবেশন করেন রুবানাস্ ড্যান্স গ্রুপ ও মুদ্রা ড্যান্স গ্রুপের সদস্যরা।

টেক ফায়োস বৈশাখী মেলা ১৪৩০

রম্য নাটক – লটারী ছিলো মেলার অন্যতম আকর্ষন। বেলাল হোসেন ঢালী রচিত ও জিনাত হাকিম পরিচালিত নাটকে অভিনয় করেন আজিজুল হাকিম, তারিন জাহান, আহমেদ রনি, নাযাহ হাকিম। পুরো আয়োজনটিতে উপস্থাপনায় ছিলো মুনিয়া।

বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বি.ই.এস.টি) এর সভাপতি মামুন মেহেদী জানান, মেলায় ছিলো বুটিক হাউজ, গহনার দোকান, ইমিগ্রেশন সার্ভিসেস, নানান ধরনের খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার্ভিসের স্টল। আগত দর্শকদের সমাগম ছিলো উল্লেখযোগ্য, আরো ছিলো শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা।

বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি ছিলো ১১তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন। উত্তর আমেরিকার অন্যতম  জাঁকজমক বাঙ্গালীর ঐতিহ্যের বেস্ট এর ১২তম বৈশাখী মেলা ২০২৪ -এই মেলা আগামী বছর ২৭ এপ্রিল শনিবার ডালাসের সাউথ ফোক র‌্যাঞ্চে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

মেলার টাইটেল স্পন্সর- টেকফায়োস, প্লাটিনাম স্পন্সর- এক্সিডেন্ট সেন্টার অব টেক্সাস, বোঞ্জ স্পন্সর- এ.এন.আর গ্লোবাল সার্ভিসেস, শহিদুল ইসলাম এন্ড ফ্যামিলি, এ.এস ইনডিপেন্ডন্ট মেম্বার বোকার, টেক্সাস জায়ান্ট ইন্সুরেন্স। এছাড়াও আরোও স্পন্সর ছিলেন – মামুন মেহেদী ও সানিয়া মেহেদী, ফাহিম খান এএনটি গ্লোবাল/গাড়ীবাড়ী ডট কম, বারী রিয়েলটর, হাসিনা আক্তার এন্ড ফ্যামিলি, তৃপ্তিঘর, দেশী স্বাদ, শাড়ী অঙ্গন, দেশী ডিজাইন বুটিক,কিমিয়াস্ কালেকশান, উগাম ডিজাইনস কালেকশান, দিনাস্ শাড়ী, বসন্ত পিরাণ, হাম ফ্যাশানস্,ইনিয়া, হাসিনস্ বুটিক, ফুসা ফ্যাশন, নারগিস কিচেন, তানজিলাস্ কিচেন, বিবিস্ কিচেন, অনেক খাবো, চপ হাউজ জায়রো, দ্য জুস বার, এফকে প্লাস আর্কিটেক, এটিকাল রিয়েলিটি, জেপি এসোসিয়েট এন্ড রিয়েলেটর, মো: আলী এন্ড ফ্যামিলি, এ.এ. কালেকশান, মোস্তাক চৌধুরী এন্ড রুবা চৌধুরী, শাড়ী ডেস্টিনেশান, আরিফাস্ কিচেন কুজিনস্, এ.ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরস্, গোল্ডেন লিভস্, রুনি রহমান এন্ড ফ্যামিলি, মেহের, শাকিল হক এন্ড শীলা সুষমা, আলভী শরীফ এন্ড রেশমী শরীফ, রেড হার্ট, শাহীন সাদাত এন্ড ফ্যামিলি, মো: এ. ইসলাম এন্ড ফ্যামিলি, হাবিব রহমান এন্ড নাসরীন সুলতানা, শেখ সত্তার এন্ড ফ্যামিলি, সেলিম সাইফুর এন্ড ফ্যামিলি, ইকবাল এন্ড ফ্যামিলি, মো: নুরুল আমিন এন্ড ফ্যামিলি, সাজিদ হোসাইন এন্ড ফ্যামিলি, ল্যা ফিসিয়া বাই রিমা, ডা: সজল দাস, ট্রেজার হান্ট, ডল হাউজ, গ্রান্ড বাজার, সুষমা কথন, ডিস্কভারী প্রোডাক্ট ইনক, সিগনেচার কেয়ার, স্পইস্ এন্ড রাইচ, আলম মাহমুদ ও মিলানা ড্যান্স।

    Leave a Reply

    Your email address will not be published.

    X