এবার মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ছোট্ট এ শহরের চারটি স্থানে হামলা চালিয়ে এই ছয়জনকে হত্যা করে ওই বন্দুকধারী। অবশ্য এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়।
স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, নর্দান মিসিসিপির টেইট কাউন্টির ওই শহরে তিনশ’রও কম লোক বসবাস করে। শহরটি টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত।
জানা গেছে, অজ্ঞাত পরিচয় ওই বন্দুকধারী প্রথমে একটি দোকানে যায় এবং সেখানে একজনকে গুলি করে হত্যা করে। তারপর পাশের একটি বাড়িতে যায় এবং এক নারীকে গুলি করে হত্যা করে। তারপর ওই বন্দুকধারী আরেকটি বাড়িতে প্রবেশ করে এবং সেখানে দু’জনকে হত্যা করে। ধারণা করা হচ্ছে এই বাড়িতেই বন্দুকধারী থাকতো।
এরপর পুলিশ ওই বন্দুকধারীর গাড়িটিকে সন্দেহ করে চ্যালেঞ্জ করে এবং তাকে আটক করতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার গাড়িটি রাস্তা থেকে সিটকে একটি বাড়ির সাথে ধাক্কা খায় এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
ঐ বাড়ি থেকে পুলিশ আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। এরমধ্যে একজনের মৃতদেহ একটি গাড়ি থেকে এবং অন্যজনের লাশ একটি রাস্তা থেকে উদ্ধার করা হয়।
একজন প্রত্যক্ষদর্শী দোকানদার আততায়ীর হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, তার কাছে একটি লোডেড পিস্তল ছিল এবং তাকে গুলি করতে চেয়েছিল। কিন্তু নানা হিসাব-নিকাশ করে শুটিং থেকে বিরত থাকেন।