October 31, 2024
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে লাখ লাখ মানুষ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে লাখ লাখ মানুষ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে লাখ লাখ মানুষ

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে লাখ লাখ মানুষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও তেল আবিবের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, শনিবারের বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নেয়। নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ।

প্রায় ১০০,০০০ মানুষ বিক্ষোভে যোগ দেয়। গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা দাবি করে এই সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী। এই সরকার অত্যন্ত উগ্র জাতীয়তাবাদী।

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, দেশ রক্ষার জন্যই এই প্রতিবাদ। জনগণ তাদের গণতন্ত্র রক্ষার জন্য এই বিক্ষোভে যোগ দিয়েছে।

এদিকে সরকার বলছে, বিচারক ও সরকারি আইন উপদেষ্টাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এটি আইন প্রণয়ন ও সুশাসনের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্যকে বিপর্যস্ত করেছে। সেজন্য আইন পরিবর্তন করতে হবে। এর বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published.

X