বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যার অপরাধীদের বিচার হয়নি: জাতিসংঘ
সারা বিশ্বে সাংবাদিকদের হত্যাকারী অপরাধীদের অধিকাংশই শাস্তির বাইরে চলে যায়। শাস্তিহীন অপরাধীর সংখ্যা ৮৬ শতাংশের কাছাকাছি। এমনটাই দাবি করেছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
বিশ্বের বিভিন্ন মিডিয়া বিষয় নিয়ে আলোচনার সময় ইউনেস্কো উল্লেখ করেছে, “যারা সাংবাদিকদের হত্যা করেছে তাদের ৮৬ শতাংশের শাস্তি হয়নি।”
বুধবার (২ নভেম্বর’২২) ইউনেস্কো বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের সঠিক তদন্ত হওয়া উচিত। এছাড়া অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ কমানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। আর তা নিয়ে আলোচনা করতে গিয়েই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। ইউনেস্কোর মতে সাংবাদিক হত্যার সংখ্যা মর্মান্তিক।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজৌলে এক বিবৃতিতে বলেছেন, “এত অমীমাংসিত মামলা দিয়ে, স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষা করা যায় না।”
যাইহোক, ইউনেস্কোর হিসাবে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে 9 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রসঙ্গত, ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কর্মরত অবস্থায় হত্যা করা হয়েছে। হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। তাদের অনেককে তাদের পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়েছে।