ই ন ডি য়ান কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় শিশুদের কাশির সিরাপ প্রস্তুতকারী ভারতীয় কোম্পানির ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডব্লিউএইচও জানায়, ম্যারিওন বায়োটেক উৎপাদিত ওই সিরাপ পুরোপুরি ‘মানসম্মত’ নয় এবং কোম্পানিটি নিরাপত্তার নিশ্চয়তা দিতেও ব্যর্থ।
অভিযোগ, উজবেকিস্তানের ১৮ শিশু ওই কোম্পানির সিরাপ খেয়ে মারা গেছে। তবে ওষুধ কোম্পানিটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
উজবেকিস্তানের ওই ঘটনার পর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোম্পানিটির উৎপাদন কার্যক্রম স্থগিত করে।
ডব্লিউএইচওর সতর্ক বার্তায় বলা হয়, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরিতে ম্যারিওন বায়োটেকের অ্যামব্রোনল ও ডক-১ ম্যাক্স সিরাপের মধ্যে অগ্রহণযোগ্য দুটি দূষিত পদার্থ পাওয়া গেছে। ডাইথিলেন গ্লিকোল ও ইথিলেন গ্লিকোল দুটি পদার্থই মানবশরীরের জন্য বিষাক্ত।