October 31, 2024
তুরস্কে ১০০১ কুরআনের হাফেজকে দেয়া হলো বিশেষ সম্মাননা

তুরস্কে ১০০১ কুরআনের হাফেজকে দেয়া হলো বিশেষ সম্মাননা

তুরস্কে ১০০১ কুরআনের হাফেজকে দেয়া হলো বিশেষ সম্মাননা

তুরস্কে ১০০১ কুরআনের হাফেজকে দেয়া হলো বিশেষ সম্মাননা

তুরস্কের এরজুরুম প্রদেশে কোরআন মুখস্থ করা এক হাজার শিক্ষার্থীকে সম্মানিত করা হয়েছে। তুরস্কের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, হাফেজের বাবা-মা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ইয়াকুটিয়া অঞ্চলের সেন্ট্রাল ইনডোর স্পোর্টস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে পবিত্র কুরআন হিফজের গুরুত্ব তুলে ধরেন তুরস্কের ধর্ম প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ড. ফাতিহ কুরাত বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা পবিত্র কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করে এবং সারাজীবন এটি পরিবেশন করতে ভালোবাসি। যতদিন আমাদের কোরানের সাথে ভালো সম্পর্ক থাকবে, ততদিন আমরা দৃঢ় থাকব।’

গত বছর হাফজ সম্পন্নকারীদের সংখ্যার তথ্য দিয়ে তিনি আরও বলেন, “২০২২ সালে, তুরস্কে ১২,৫০০ শিশু পবিত্র কোরআনের হিফজ করেছে। তুরস্ক প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো এত বেশি শিক্ষার্থী কুরআন মুখস্ত করেছে। কোরআন । কোরআনে রয়েছে আল্লাহর মনোনীত জীবন পদ্ধতি, যা অনুসরণ করা আমাদের কর্তব্য।’

তার মতে, এই পৃথিবীতে মানুষ যে নিয়ামত ও পুরস্কার অর্জন করতে পারে তার মধ্যে পবিত্র কুরআন মুখস্ত করা সবচেয়ে বড়।

অনুষ্ঠান শেষে এক হাজার ১ জন হাফেজ শিক্ষার্থীকে সনদ ও উপহার প্রদান করা হয়।

স্থানীয় দারুল ইফতা আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তুরস্কের ধর্ম প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ফাতিহ কুরাত ছাড়াও তিলাওয়াত কাউন্সিলের প্রধান হাফেজ উসমান শাহীন, স্থানীয় মুফতি রুস্তম জানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X