February 21, 2025
এভারেস্ট বেস ক্যাম্পে বাংলাদেশের তরুণ দল

এভারেস্ট বেস ক্যাম্পে বাংলাদেশের তরুণ দল

এভারেস্ট বেস ক্যাম্পে বাংলাদেশের তরুণ দল

এভারেস্ট বেস ক্যাম্প সামিট করেছে বাংলাদেশের একটি তরুণ দল। এই দলে ছিলেন মাউন্টেনার অহেসানুজ্জামান তৌকির, মনজুরুল হক রনি যিনি একজন Waste Management Specialist, এবং আরো দুজন তরুণ ব্যাংকার।

গত ২০ এপ্রিল তারা এভারেস্ট বেস ক্যাম্পে উঠে , যা ভূমি থেকে ৫৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত। মনজুরুল হক রনি এক ক্ষুদে বার্তায় জানান, এবারের এভারেস্ট অভিযানে বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী বাবর আলির সাথে তাদের দেখা হয়েছে। এবং তিনি এখন পৃথিবীর সর্বোচ্চ পর্বতের বেস ক্যাম্পে অবস্থান করছেন , আগামী ২২ এপ্রিল থেকে তার মুল অভিযান শুরু হবে।

বাবর আলী সহ সকলকে অভিনন্দন!

Leave a Reply

Your email address will not be published.

X