পৃথিবীকে উপভোগ করতে চাইলে ফজরের নামাজ পড়ুন: অভিনেতা সিদ্দিক
সকালের হাওয়া তাকে মন্ত্রমুগ্ধ করেছে। আর এ সময় মসজিদে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। সেই সুরে মাতোয়ারা হয়ে ওঠে মুমিনের আত্মা । দিনের শুরুতে মহান রবের দরবারে সেজদা করার আশায়।
জানা গেছে, চিত্রনায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক একসময় ছোট পর্দায় অভিনয় করেছে ন । তিনি খুবই জনপ্রিয়। নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। যদিও বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায় নিয়মিত পোস্ট করেন। সেখানে তিনি দেশের বিভিন্ন ইস্যুতে নিজস্ব মতামত ব্যক্ত করেন। এবং একাজে তার অনেক সমর্থনও আছে।
কিন্তু এবার অভিনেতা সিদ্দিকী ভক্তদের সামনে আনলেন অন্য একটি বিষয়। তিনি সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। ভোরের বাতাসের সাথে আজানের সুরেলা ধ্বনি খুবই মনোরম ভাবে অনুভব করেছেন তিনি।
বৃহস্পতিবার (১১ মে) ভোর ৪টা ৫৫ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেতা লেখেন, ‘সকালে ফজরের নামাজের পর পৃথিবীটা অন্যরকম লাগছে। বাস্তবত দুনিয়াকে সুন্দরভাবে উপভোগ করতে চাইলে প্রত্যেক মুসলমানকে ফজরের নামাজ পড়তে হবে। তাহলে আপনি জীবনের পূর্ণতা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। তিনি বলেন আল্লাহ প্রত্যেক মুসলমানকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন