May 16, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
সুদান থেকে পাঁচ লাখের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

সুদান থেকে পাঁচ লাখের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

সুদান থেকে পাঁচ লাখের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

সুদান থেকে পাঁচ লাখের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের ফলে পাঁচ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং দুই লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানান।

নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংঘাতের শুরু থেকে আমরা সুদান থেকে পালিয়ে আসা পাঁচ লাখ মানুষকে চিহ্নিত করেছি। আরও দুই লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। আমরা যদি এই সংঘাত বন্ধ করতে না পারি, তাহলে উদ্বাস্তুদের আগমন বাড়তেই থাকবে।

এদিকে, জাতিসংঘ আশঙ্কা করছে যে দুই মাসেরও বেশি সময় ধরে টানা এই সংঘাত প্রতিবেশী আফ্রিকান দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতি অনেক বেশি অস্থিতিশীল হতে পারে।

উল্লেখ্য, সুদানে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর প্রধান।

    Leave a Reply

    Your email address will not be published.

    X