November 22, 2024
৪৪ হাজার হজযাত্রী এখনো ভিসা পাননিঃ শর্ত পূরণে ব্যর্থতা

৪৪ হাজার হজযাত্রী এখনো ভিসা পাননিঃ শর্ত পূরণে ব্যর্থতা

৪৪ হাজার হজযাত্রী এখনো ভিসা পাননিঃ শর্ত পূরণে ব্যর্থতা

৪৪ হাজার হজযাত্রী এখনো ভিসা পাননিঃ শর্ত পূরণে ব্যর্থতা

সৌদি আরবের হজ এজেন্সিগুলোর ভিসা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে – বাড়ি ভাড়া নিশ্চিতকরণ, ফ্লাইট টিকিট, প্রবেশ ও প্রস্থান রুট এবং সৌদি আরবে হজযাত্রীদের আগমন ও প্রস্থানের তারিখ। তবেই সৌদি দূতাবাস ভিসা দেবে। সৌদির দেয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় এখনো ভিসা পাননি ৪৪ হাজার ২৬৮ জন হজযাত্রী।

শনিবার (৩ জুন) হজ এজেন্সিগুলোর সংগঠন ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, কিছু হজ এজেন্সি মালিক এখনো সৌদি আরবের শর্ত পূরণ করতে না পারায় এসব হজযাত্রী ভিসা পাননি। এ প্রসঙ্গে হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ভিসার জন্য সৌদি আরবের দেওয়া প্রতিটি শর্ত পূরণ করতে হবে এজেন্সি মালিকদের। এমনকি একটি পূরণ করতে ব্যর্থ হলেও ভিসা হবে না।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী সরকার পরিচালিত হজযাত্রীদের ৩০ শতাংশকে প্রথমে বিমান ফ্লাইটে মদিনায় নিয়ে যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রীকেও  মদিনায় পাঠানোর কোনো ব্যবস্থা নেয়নি ধর্ম মন্ত্রণালয়। তবে বেসরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশি হজ করতে যাওয়ার কথা ।

Leave a Reply

Your email address will not be published.

X